কোহলিদের উড়িয়ে জিতল ইংল্যান্ড

লক্ষ্যটা ছিল অল্পই। মাত্র ১২৫ রানের। তবে সেটাকেও এক মুহূর্তের জন্যও কঠিন করেনি ইংল্যান্ড। ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ইয়ন মরগানের দল।
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সামনে ১২৫ রানের লক্ষ্য দেয় ভারত। এই লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও জস বাটলার।
এক রানের জন্য ফিফটি মিস করছেন রয়। ৪ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৪৯ রান করে আউট হন তিনি। তার বিদায়ে ৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙে। এরপর চাহালের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন জস বাটলারও। ২৪ বলে ২৮ রান করেন তিনি।
তবে এই দুই উইকেট যাওয়ার পর আর কোনো ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখাতে পারেননি ভারতীয় বোলাররা। ১৭ বলে ২৬ রান করে জনি বেয়ারস্টো ও ২০ বলে ২৪ রান করে ডেভিড মালান দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ২ রানেই সাজঘরে ফেরত যান ওপেনার লুকেশ রাহুল। ব্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলিও।
পাঁচ বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি। আদিল রশিদের বলে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন কোহলি। এরপর দলের হাল ধরেন ঋষভ পান্ত ও শ্রেয়াস আয়ার।
২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২১ রান করে আউট হন পান্ত। তবে ফিফটি তুলে নেন আয়ার। জর্ডানের বলে আউট হওয়ার আগে ৮ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
আয়ারের বিদায়ের পর খেই হারায় ভারতের ইনিংসও। ক্রিজে সেট হওয়া পান্ডিয়া শেষদিকে ঝড় তুলবেন, এমন আশা থাকলেও হতাশ করেন তিনি। ২১ বলে ১৯ রান করে আর্চারের বলে আউট হয়ে যান তিনি। বড় হয়নি ইংল্যান্ডের ইনিংসও।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে স্বাগতিকরা। ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে ১ মেইডেনসহ ২৩ রান দিয়ে তিন উইকেট নেন জোফরা আর্চার।
এমএইচ