খুশদিলের ঝোড়ো ব্যাটিংয়ে কুমিল্লার বড় সংগ্রহ

পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহের ঝোড়ো ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স করেছে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান। দলের হয়ে এদিন ১৮ বলে অর্ধ-শতকের দেখা পান খুশদিল। তবে ব্যক্তিগত ৬৪ রান করে ফিরে যান মিডল অর্ডার এই ব্যাটার। ম্যাচে তাকে দারুণভাবে সঙ্গ দেন তারই স্বদেশি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত এই ৫৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই ওপেনার।
বিপিএলের ম্যাচে চট্টগ্রামে বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই কুমিল্লার শিবিরে ধাক্কা দেয় ঢাকা ডমিনেটরস। দলটির তারকা ওপেনার লিটন দাস ফিরে যান কোনো রান ছাড়াই। তাসকিন আহমেদের করা বলে ক্যাচ আউটের ফাঁদে পড়ে বিদায় নেন কুমিল্লার এই ওপেনার। এরপর দলের হার ধরেন অধিনায়ক ইমরুল কায়েস।
রিজওয়ানকে নিয়ে ইমরুল গড়ে তোলেন ৪৭ রানের জুটি। তবে ব্যক্তিগত ৩৩ রানে থাকা অবস্থায় কাটা পড়ে বিদায় নেন এই অধিনায়ক। এরপরই খুশদিল শাহকে নিয়ে রিজওয়ান গড়ে তোলেন ৮৪ রানের জুটি। ৬৪ রান করে খুশদিল ফিরলেও অবিচল ছিলেন রিজওয়ান। অর্ধ-শতক করে ৫৫ রানে অপরাজিত থেকে নির্ধারিত ২০ ওভার শেষে মাঠ ছাড়েন এই ওপেনার।
ঢাকার হয়ে তাসকিন আহমেদ এবং নাসির হোসের ১টি করে উইকেট সংগ্রহ করেন।
এসএইচ/এটি