বরিশালের পাহাড়সম রানে চাপে পড়ল রংপুর

রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলে ফরচুন বরিশাল সংগ্রহ করেছিল ২৩৮ রান। জবাবে পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১৭১ রান। ফলে ৬৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল সাকিব আল হাসানের দল।
শুরুতে রংপুরের হয়ে ওপেন করতে নেমে ব্যক্তিগত ১১ রানের সময় রান আউটে কাটা পড়ে বিদায় নেন রনি তালুকদার। এরপর তিনে নামা পারভেজ হোসেন ইমনও ফেরেন মাত্র ১ রান করেই। আরেক ওপেনার সাইম আয়ুবও টিকতে পারেননি বেশিক্ষণ, ফিরে গেছেন ১৮ রান করে। দলীয় অধিনায়ক শোয়েব মালিকও এদিন থিতু হতে পারেননি ক্রিজে। ৯ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই মিডল অর্ডার ব্যাটার।
নিজের পজিশন থেকে নিচে নেমে নাইম শেখ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। দ্রুত ১৮ বলে ৩১ রান করে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার। শেখ মেহেদীও পারেননি টিকে থাকতে, ফিরেছেন ২ রান করে। এরপর অবশ্য মোহাম্মদ নাওয়াজ এবং শামীম পাটোয়ারি মিলে গড়েন ৫৭ রানের জুটি। তবে ৩৩ করে নাওয়াজ ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শামীম। ২৪ বলে ঝোড়ো ৪৪ রানের এক ইনিংস খেলেন এই ব্যাটার।
এর আগে চট্টগ্রামে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ইফতিখার আহমেদের ঝোড়ো সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের ৮৯ রানে ভর করে বরিশাল তাদের স্কোরবোর্ডে সংগ্রহ করেছে ২৩৮ রান(৪ উইকেট)। যা চলমান বিপিএলে সর্বোচ্চ রানের স্কোর।
এসএইচ/এমজে