প্রিমিয়ার ভলিবলে চ্যাম্পিয়ন পিডিবি

এক সময় দেশের জনপ্রিয় খেলা ছিল ভলিবল। কালের বিবর্তনে ভলিবলের সেই দিন আর নেই। এরপরও প্রিমিয়ার বিভাগ ভলিবল শিরোপায় পাওয়া গেল খানিকটা উচ্ছ্বাস।
ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। শুক্রবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ খেলায় তারা ৩-০ সেটে হারায় তিতাস ক্লাবকে। নয় ম্যাচের সবক’টিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে সেরা হয় বিদ্যুৎ। আট ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সাত ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় তিতাস ক্লাব।
লিগ কমিটির সম্পাদক আাজিজুর রহমানের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সহসভাপতি এমএ রাজ্জাক খান রাজ।
এজেড