মুশফিকের ঢাকা থামিয়ে দিল চট্টগ্রামকে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম একেবারে প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকার। ওই ম্যাচে ঢাকা গুঁটিয়ে গিয়েছিল মাত্র ৮৮ রানে। চট্টগ্রাম পেয়েছিল ৯ উইকেটের বড় জয়।
সেই যে শুরু, চট্টগ্রামকে যেন থামাতে পারছিল না কেউ। সর্বশেষ ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে হারিয়ে নিজেদের জয়ের চক্র পূরণ করে চট্টগ্রাম। অবশেষে তাদের থামতে হলো, সেই ঢাকার কাছে এসেই।
রোববার চট্টগ্রামকে ৭ রানে হারিয়ে তাদের প্রথম হারের স্বাদ দিয়েছে ঢাকা। প্রথমে অধিনায়ক মুশফিকুর রহিমের ফিফটিতে চট্টগ্রামের সামনে ১৪৬ রানের বড় লক্ষ্য দেয় ঢাকা। জবাব দিতে নেমে ৭ রান আগে থেমেছে চট্টগ্রাম।
টস হেরে ব্যাট করতে নামা ঢাকা দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায়। শরিফুল ইসলামের ওভারে ১১ বলে ১৩ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তারপর ব্যাটিংয়ে এসে শূন্য রানে সাজঘরে ফেরত যান তানজিদ হাসান তামিমও।
এই দিন ইনিংস উদ্বোধনে পাঠানো হয় সাব্বির রহমানকে। ব্যাটিং পজিশন বদলে গেলেও ফর্ম বদলায়নি তার।১০ বলে ৭ রান করে স্পিনার রাকিবুল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
তার বিদায়ের পর দলের হাল ধরেন আগের ম্যাচে ফিফটি করা ইয়াসির আলি রাব্বি ও অধিনায়ক মুশফিকুর রহিম। দুজনে মিলে গড়েন ৮৬ রানের জুটি। ৩৮ বলে ৩৪ রান করে ইয়াসির আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মুশফিক। ৭ চার ও ৩ ছক্কায় ৫০ বলে ৭৩ রান করেন তিনি।
ঢাকার দেয়া ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারায় চট্টগ্রাম। রান পেলেও এদিন আগের মতো দেখা যায়নি আরেক ওপেনার লিটন দাসের ব্যাটিংয়ে।
যদিও দলীয় সর্বোচ্চ ৩৯ বলে ৪৭ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ২৪ বলে ২৬ রান করেন মাহমুদুল হাসান জয়। এই দুইজনের বিদায়ের পর চট্টগ্রামের পক্ষে আর কেউই সেভাবে হাল ধরতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে তারা।
এমএইচ