নিউজিল্যান্ডের উইকেট মনে ধরেছে বাংলাদেশি ব্যাটসম্যানদের

শনিবার দলগত বা ব্যক্তিগত, কোনও অনুশীলন ছিল না বাংলাদেশ দলের, ছুটি কাটিয়েছেন টাইগার তামিম ইকবালরা। তাদের কাছে দিনটি ছিল ‘রেস্ট অ্যান্ড ফান ডে’। তবে যে দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ড সফর, সেটি ভুলে থাকার উপায় নেই! ছুটির দিনেও তাই ক্রিকেটের আলাপই চলল খেলোয়াড়দের মধ্যে। ভিডিও বার্তায় নাইম শেখ জানালেন, সেখানকার উইকেট মনে ধরেছে তরুণ ব্যাটসম্যানদের।
নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় দলের টপ অর্ডার ব্যাটসম্যান আরো যোগ করেন, ‘ক্রাইস্টচার্চে আমরা সাতদিন কোয়ারেন্টাইনে অনুশীলন করেছি। তো সেখানকার উইকেটের থেকে এখানকার উইকেট অনেক কমফোর্টেবল এবং সহজ মনে হচ্ছে। এখানে উপভোগ করার চেষ্টা করছি। আর এখানে আসছি, আমার জন্য এই আবহাওয়া ও পরিস্থিতি সবকিছু অনেক কমফোর্টেবল। এখানে উপভোগ করছি।’
অলরাউন্ডার আফিফ হোসেন বলেন, ‘কোয়ারেন্টাইনের পর ভালো অনুশীলন সুবিধা পেয়েছি আমরা। তো এটা আমাদের প্রস্তুতির জন্য অনেক সহযোগিতা করছে। গতদিন আমরা মূল উইকেটে ব্যাটিং করেছি। তো এই বিষয়গুলো আশা করি আমাদের প্রস্তুতি জন্য অনেক কাজে দেবে।’
নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিন রীতিমতো বন্দি ছিল সফরকারী বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথম ৭দিন হোটেল বন্দি কোয়ারেন্টাইন। পরের ৭ দিন অনুশীলনের সুযোগ মিললেও সেটি দিনের নির্দিষ্ট একটি সময়ে। আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে। ১৪ দিনে ৪ বার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে স্বাভাবিক চলাচলের অনুমতি পেয়েছে বাংলাদেশ দল।
ক্রাইস্টচার্চে ছেড়ে এখন ‘দ্য অ্যাডভেঞ্চার ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে খ্যাত নিউজিল্যান্ডের কুইন্সটাউন শহরে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই শহরে ৫ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে সফরকারীরা। যেখানে শনিবার ব্যাট-বল তুলে রেখে শুধুই নিজেদের মতো করে কাটিয়েছে তারা।
দিনটি খেলোয়াড়দের কাছে অ্যাভডেঞ্চারের ছিল। এদিন পুরো দল জেট বোটিংয়ে সময়ে কাটিয়েছে। তাসকিন ছিলেন আরও এক কাঠি সরেস। ছুটির দিন আরও রঙিন করেছেন বানজি জাম্পিং করে। এক দিনের ছুটি শেষে ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন এই পেসার।
তাসকিন বলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টাইন আমাদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা ছিল। তো এইটা শেষ করার পরে আমরা ইতোমধ্যে দুইদিন অনুশীলন করেছি। অনুশীলন সুবিধা এবং সবকিছুই অনেক সুন্দর। আজ আমাদের ছুটির দিন ছিল, দলের সবাই কিছু ফান একটিভিটি করলাম। খুব ভালো লাগছে, আশা করি সামনেও অনেক ভালো যাবে।’
টিআইএস/এনইউ