দুই গোলরক্ষক রিপোর্ট করবেন রোববার

আজ ছিল জাতীয় ফুটবল দলের রিপোর্টিং। জাতীয় দল ও স্ট্যান্ড বাই মিলিয়ে ৩১ জন ফুটবলারের মধ্যে ২৭ জন রিপোর্ট করেছেন। অধিনায়ক জামাল ভূইয়া দেশের বাইরে রয়েছেন। দুই গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও আশরাফুল ইসলাম রানা, এবং শেখ রাসেলের মিডফিল্ডার আব্দুল্লাহ আজ রিপোর্ট করেননি। আগামীকাল তারা ক্যাম্পে যোগ দেবেন বলে বাফুফেকে জানিয়েছেন।
জাতীয় দলের বৃটিশ হেড কোচ জেমি ডে ঢাকা পোস্টকে এ বিষয়ে জানিয়েছেন। বলেছেন, ‘প্রায় সবাই রিপোর্ট করেছে। আগামীকাল জিমে সময় কাটাবে ফুটবলাররা। ঢাকায় সোম থেকে বুধবার অনুশীলন চলবে।’
ক্যাম্পে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে তিন জনের করোনা পরীক্ষার রিপোর্ট অপেক্ষমান। রিপোর্ট অপেক্ষায় থাকলেও তাদেরকে ক্যাম্পে উঠার সুযোগ দিয়েছে বাফুফে। এই প্রসঙ্গে বাফুফে সাধারন সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘অল্প কয়েকজনের রিপোর্ট পাওয়া বাকি। তারা হোটেলে আলাদা কক্ষে রয়েছেন।’
ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের অবশ্যই ক্যাম্পে নেগেটিভ রিপোর্ট নিয়ে হাজির হওয়ার কথা ছিল। কয়েকজন ফুটবলার এতে ব্যর্থ হয়েছেন। বাফুফের সাধারণ সম্পাদক অবশ্য বিষয়টি অন্যভাবে দেখছেন। জানিয়েছেন শুক্র-শনিবার অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণেও রিপোর্ট পেতে দেরি হতে পারে ফুটবলারদের।
এজেড/এনইউ