নতুন রূপে এ কোন ধোনি?

ঝাঁকড়াচুলো, মারকুটে মহেন্দ্র সিং ধোনিকে মনে আছে আপনার? ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের সে রূপ গত হয়েছে সেই কবে! এবার তিনি হাজির হয়েছেন নতুন রূপে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ‘নতুন চেহারার’ ছবি আসতেই নেট দুনিয়ায় পড়ে গেছে তোলপাড়।
ক্যারিয়ারের শুরুতে মাথাভর্তি চুল আর দারুণ পাওয়ার হিটিং ক্ষমতা দিয়ে নজরে এসেছিলেন সবার। ভারতের হয়ে মাত্র দ্বিতীয় সিরিজেই পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন অবিস্মরণীয় ১৪৮ রানের ইনিংস। বিশাখাপত্তনমে সেই শতক ছোঁয়ার পর দৌড়ে এসে ঝাঁকড়া চুল দুলিয়ে ‘গুলি করা’ উদযাপনের স্মৃতি এখনো ক্রিকেটপ্রেমিদের মনে অম্লান।
ধোনির জীবনের আরেক ‘আইকনিক’ ছবিতে আবার তিনি ছিলেন অন্য এক রূপে। ওয়াংখেড়েতে ২০১১ বিশ্বকাপের ফাইনালে নুয়ান কুলাসেকারার বলটাকে লং অনের উপর দিয়ে সীমানাছাড়া করে ভারতের ২৮ বছরের বিশ্বকাপ আক্ষেপ ঘুচিয়েছিলেন তিনি। সেখানে অবশ্য তার চুল ছিল ‘আমজনতার’ মতোই, কোনো অতিরঞ্জন ছিল না তাতে।
তবে তার নতুন রূপ দেখলে পিলে চমকে উঠতে পারেন আপনি। পুরো ক্যারিয়ারে মাথাভর্তি চুল নিয়ে খেলা ধোনি রীতিমতো হাজির হয়েছেন ন্যাড়া মাথা নিয়ে। বেশটা ছিল সাধুসন্ন্যাসীর। স্বাভাবিকভাবেই তা ঘণ্টাখানেকের মধ্যে ভারতীয় টুইটার পাড়ায় মুখ্য আলোচনার বিষয়ে পরিণত হয়।
— Star Sports (@StarSportsIndia) March 13, 2021
জানা গেছে, ছবিটি স্থানীয় কোনো মার্শাল আর্ট ক্যাম্পে তোলা হয়েছে। তবে হঠাৎই ধোনির এ নতুন রূপের কারণ কী? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, আসন্ন কোনো বিজ্ঞাপনই এর হেতু। তবে এ বিজ্ঞাপন কি ব্যক্তিগতভাবে কোনো পণ্যের জন্য করেছেন, নাকি দলীয়ভাবে চেন্নাই সুপার কিংসের জন্য এই রূপ নিয়েছেন তা জানা যায়নি এখনো।
ধোনি শনিবারও নিয়মিত অনুশীলন করেছেন চেন্নাইয়ের সঙ্গে। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছে চেন্নাই সুপার কিংস। সেখানে অবশ্য তার নতুন চেহারার দেখা মেলেনি।
— Chennai Super Kings (@ChennaiIPL) March 13, 2021
এনইউ/এটি