বার্সেলোনার পর মিলানের গোলের রেকর্ড

এসি মিলান চলতি মৌসুমে দুরন্ত ফর্মে। ২০২০-২১ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন পর্যন্ত অপরাজিত দলটি তারাই। ল্যাজিওকে ৩-২ গোলে হারিয়ে সিরি’আয় নিজেদের সে যাত্রাটাকে বুধবার রাতে আরও এক ম্যাচ বাড়িয়েছে রোসোনেরিরা। এ ম্যাচের জোড়া গোলে ৭২ বছর পর এক অনন্য রেকর্ড গড়েছে দলটি। ১৯৪৮ সালের পর প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা ১৫ ম্যাচের কীর্তি গড়েছে তারা।
বুধবার রাতে নিজেদের মাঠে ম্যাচের দশম মিনিটে আন্তে র্যাবিচের গোলে এগিয়ে যায় কোচ স্তেফান পিওলির শিষ্যরা। ১৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হাকান চালানোগ্লু। ২৭ মিনিটে ব্যবধান কমিয়ে সফরকারী ল্যাজিও-শিবিরে আশা জাগিয়েছিলেন লুইস আলবার্তো। ম্যাচের বয়স ঘণ্টার কাঁটা পেরোনোর একটু আগে সফরকারীদের সমতায় ফেরান কিরো ইমোবিলে। ম্যাচের অন্তিম সময়ে থিও হার্নান্দেজ মিলানের জয় নিশ্চিত করেন।
এর ফলে বছরটা জয় দিয়ে শেষ করেছে দলটি। ২০২০-২১ মৌসুমের প্রায় মাঝপথে এসে শিরোপার দৌড়ে আছে সবার থেকে এগিয়েও। ১৪ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৩৪ পয়েন্ট, দুইয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে রোমা আছে তালিকার তৃতীয় স্থানে।
তবে পয়েন্ট তালিকায় অবস্থান তো আছেই, ইতিহাসও গড়ে ফেলেছে মিলান। ৭০ বছরে প্রথম দল হিসেবে টানা ম্যাচে (১৫) জোড়া গোলের রেকর্ড গড়েছে দলটি। ১৯৪৮ সালে সর্বশেষ দল হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১৫ এরও বেশি ম্যাচে (১৮) জোড়া গোলের কীর্তি গড়ে দেখিয়েছিলো বার্সেলোনা। কিংবদন্তি ফরোয়ার্ড সেজার রদ্রিগেজের কল্যাণে সে বছর দুটো লিগ শিরোপাও ঘরে তুলেছিলো কাতালানরা। সে তথ্য মিলানকেও অনুপ্রাণিত করবে বৈকি!
আক্রমণভাগ এমন ছন্দে থাকলে ছাপ পড়ে ফলাফলেও। তাই তো চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে একমাত্র দল হিসেবে অপরাজিত আছে মিলান। নভেম্বরে লিলের কাছে ইউরোপা লিগে ৩-০ ব্যবধানে না হারলে ইউরোপীয় প্রতিযোগিতাতেও অপরাজিতই থাকতো পিওলির শিষ্যরা।
ল্যাজিও-বাঁধা এড়ানোর পর মিলানের পরবর্তী চ্যালেঞ্জ বেনেভেন্তো। বড় দিন আর নতুন বছরের উৎসব শেষে আগামী ৩ জানুয়ারি বেনেভেন্তোর আতিথ্য নেবে দলটি।
এনইউ