জাতীয় দলকে সেরাটা দিতে প্রস্তুত অধিনায়ক

নেপালে ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সফরের জন্য ভারতের কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ মিশন শেষ করতে পারছেন না জামাল। চার্চিল ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উঠে এসেছিল বাংলাদেশের ত্রিদেশীয় টুর্নামেন্ট প্রসঙ্গও।
আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য ও সম্ভাবনা সম্পর্কে জামালকে প্রশ্ন করা হলেও তিনি শুধু নিজের অবস্থানটাই ব্যাখ্যা করেছেন, ‘অবশ্যই সব সময় আমি আমার সেরাটাই দেয়ার চেষ্টা করি জাতীয় দলের জন্য। একজন খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অবশ্যই গর্বের। কোচও একমত হবেন (শঙ্করলাল, কলকাতা মোহামেডানের কোচ) তিনি দেশের হয়ে খেলেছেন।’
ক্যারিয়ার শেষে জাতীয় দলের স্মৃতিগুলোই জীবনের অর্জন থাকে বলে বোঝাতে চেয়েছেন, ‘যখন ক্যারিয়ার শেষ হয়ে যাবে তখন জাতীয় দলের মুহূর্তগুলো মিস হবে। এজন্য জাতীয় দলে উপভোগ ও সেরাটা দিতে হয়।’ বাংলাদেশ জাতীয় দল শনিবার ক্যাম্প শুরু করেছে। আগামীকাল সোমবার থেকে মাঠে অনুশীলন করাবেন ব্রিটিশ হেড কোচ জেমি ডে। অধিনায়ক জামাল কলকাতা থেকে ঢাকায় এসে ২১ মার্চ কাঠমান্ডুর ফ্লাইট ধরতে পারেন।
এজেড/এটি/এনইউ