স্মৃতিভ্রম হয়েছিল বাংলাদেশ অধিনায়কের
শামসুন্নাহার বাংলাদেশ নারী সিনিয়র ফুটবল দলের অন্যতম সদস্য। বয়স বিশের নিচে থাকায় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তার হাতেই উঠেছে বাংলাদেশের আর্মব্যান্ড। বাংলাদেশ আজ ৩-১ গোলে নেপালকে হারিয়েছে, এর মধ্যে অধিনায়ক করেছেন এক গোল।
এক গোল করলেও পুরো ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক। ৪৪ মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন। মাথায় আঘাত নিয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছে। বিরতির সময় মাঠেই সাইড লাইনে প্রাথমিক চিকিৎসা চলে শামসুন্নাহারের। সেখানেই শুয়ে ছিলেন বেশ কিছুক্ষণ। এরপর ম্যাচ শেষে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ অধিনায়কের শারীরিক অবস্থা সম্পর্কে কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্যাথা পাওয়ার পর কিছু সময় স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা স্বাভাবিক হয়েছে। তাকে এখন হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কিছু পরীক্ষা-নীরিক্ষা হচ্ছে। তবে আশা করছি পরশু দিন ম্যাচে তাকে পাওয়া যাবে।’
শামসুন্নাহার মাঠ থেকে চলে যাওয়ার পর খেলায় কিছুটা ছন্দপতন হয়। এরপরও প্রথম ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানী ছোটন খুশি হয়ে বলেন,‘আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা ছিল। জেতা দরকার ছিল। প্রথম লক্ষ্য মেয়েরা পূরণ করতে পেরেছে। '
নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং ম্যাচ হেরে বল নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘ম্যাচে যে বলে খেলা হয়েছে, সেই বলে আমরা অনুশীলন করিনি। এতে সমস্যা হয়েছে। এছাড়া আমাদের খেলোয়াড়রা গোছালো ছিল না।’
এজেড/এনইআর