কাজের ফাঁকে বিপিএলের গ্যালারিতে এলেন তারাও
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কে না চেনেন! দেশের ক্রিকেটের এই পোস্টারবয়ের ভক্ত দেশ-বিদেশের সর্বত্র। সাকিবের এমনই দুই বিদেশি ভক্ত কাজের ফাঁকে ঢুঁ মেরেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্যালারিতে।
শনিবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলা চলাকালে হঠাৎ গ্যালারিতে হাজির হন কানাডা ও ইংল্যান্ডের দুই নাগরিক। মূলত পেশাগত কাজে বাংলাদেশে এসেই সুযোগ খুঁজে নিয়েছেন মাঠে বসে খেলা দেখার। কানাডার নাগরিক জন এ ম্যাচে কুমিল্লাকে সাপোর্ট করেছেন। অন্যদিকে, কানাডা প্রবাসী ইংলিশ নাগরিক ক্রিস চট্টগ্রামের ভক্ত।
আফিফের দারুণ ভক্ত ইংলিশ নাগরিক ক্রিস ঢাকা পোস্টকে বলেন, ‘আমার প্রিয় খেলোয়াড় আফিফ, আজকে সে দুর্দান্ত খেলেছে। সে দারুণ স্টাইলিশ ব্যাটার, ব্যাটিংয়ে তার নিয়ন্ত্রণ দুর্দান্ত।’
এরপর ক্রিসের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব আল হাসান সম্পর্কে। তাকে চেনেন কিংবা তার সম্পর্কে জানেন কি না। জবাবে তিনি বলেন, ‘সাকিবকে পছন্দ করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাকে কে না পছন্দ করে। সে বিশ্বের সেরা অলরাউন্ডার। সে খুবই বড় ক্রিকেটার। আমরা তার খেলায় মুগ্ধ হই।’
এদিকে, ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক বাটলারের খেলাও পছন্দ করেন ক্রিস। তাই কানাডায় থাকলেও নিজ দেশের খেলা’ই বেশি দেখা হয় তার। তিনি বলেন, ‘জস বাটলার আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। সে অসাধারণ ক্রিকেটার, বলকে খুব ভালো হিট করতে পারেন। এমনকি ভালো বলকেও বাজে বল বানিয়ে ফেলেন তিনি।’
প্রথমবার বিপিএল দেখার অভিজ্ঞতা প্রসঙ্গে ক্রিসের অনুভূতি, ‘অসাধারণ পরিবেশ, আমরা খুবই উপভোগ করছি। এটা আমাদের জন্য লাইফটাইম অভিজ্ঞতা। আমরা ক্রিকেট পছন্দ করি, পছন্দের টিমের জন্য সমর্থন যোগাচ্ছি এবং বেশ মজাও করতেছি। আমরা এখানে দুই সপ্তাহের জন্য পেশাগত কাজে এসেছি, সেখান থেকেই একদিন খেলা দেখবো বলে ঠিক করেছিলাম।’
আরও পড়ুন : পড়ালেখা অনেক সহজ, খেলাধুলা নয়: মাশরাফি
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। কথা বললেন সে প্রসঙ্গেও, ‘আমি তখন মাঠে থাকতে পারবো না, কিন্তু অবশ্যই অনলাইনে দেখবো। আমার মনে হয় ইংল্যান্ডই জিতবে। আমাদের স্কোয়াডে গভীরতা আছে। এছাড়া, জফরা আর্চারও ফিরেছে। সে অনেক উইকেট নেবে। স্কোয়াডের গভীরতা আছে বলে সমস্যা হবে না।’
ঠিক ওই সময়েই পাশ থেকে ক্রিসকে থামিয়ে দিয়ে জন বলে ওঠেন, ‘না না, বাংলাদেশই জিতবে।’
এর আগেও বাংলাদেশে এসেছিলেন এই দুই ক্রিকেটভক্ত। এ দেশের মাটিতে জন ১০ বার এবং ক্রিস এসেছেন ৭ বার। তবে, প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত দুজন এবারই প্রথম খেলা দেখতে এসেছেন।
এসএইচ/এএইচএস