স্বাধীনতা দিবস হকি, কুস্তি ও হ্যান্ডবল

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রীড়াঙ্গনের ফেডারেশনগুলো টুর্নামেন্ট আয়োজন করছে। জজ ভুঁইয়া গ্রুপ স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তির নারী বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ আনসার। নারী বিভাগে নয়টি ইভেন্টের মধ্যে ছয়টিতে আনসার ও তিনটিতে সেনাবাহিনীর কুস্তিগীররা স্বর্ণপদক জেতেন।
রোববার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জজ ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফাইজুর রহমান ভুঁইয়া।
সকালে ক্যাপ্টেন শহীদ মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয় স্বাধীনতা দিবস হ্যান্ডবল। স্বাধীনতা দিবস হ্যান্ডবলে পুরুষ ও নারী উভয় বিভাগ রয়েছে। সকালে হ্যান্ডবল শুরু হওয়ার কিছুক্ষণ পর মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হয় স্বাধীনতা দিবস নারী হকি টুর্নামেন্ট। হ্যান্ডবল ও হকি দুই টুর্নামেন্টেরই পৃষ্ঠপোষক ওয়ালটন। নারী হকিতে প্রথম দিনের খেলায় নড়াইল ৪-০ গোলে হারায় যাশোরকে।
জয়ী দলের নমিতা কর্মকার তিনটি এবং সঞ্চিতা একটি গোল করেন। হকির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফসহ আরো অনেকে।
এজেড/