বাংলাদেশের ফাইনাল নিয়েও আগ্রহ কম দর্শকদের!

সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবল নিয়ে দারুণ সাড়া পড়েছিল। সিনিয়র সাফ জেতার পর নারী ফুটবলের বয়সভিত্তিক দুই সাফের স্বাগতিক হয়েছে বাংলাদেশ। দুটির ভেন্যুই কমলাপুর স্টেডিয়াম।
সাফ অ-১৫ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটি ছিল শুক্রবার। সেই ম্যাচে কমলাপুর স্টেডিয়ামের গ্যালারিতে কয়েক হাজার দর্শকের উপস্থিতি ছিল। আজ সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনাল পড়েছে সপ্তাহের শেষ কর্ম দিবস বৃহস্পতিবারে। এর নেতিবাচক প্রতিফলন ঘটেছে গ্যালারিতে। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেও গ্যালারির বড় অংশই ফাঁকা।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সামনে বাফুফের স্টাফরা টিকিট নিয়ে বসেছিলেন। সেই টিকিটের প্রতি আগ্রহ সাধারণ মানুষের ছিল না। ম্যাচের দিন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মাইকিং ছাড়া তেমন প্রচারণাও ছিল না।
স্বাগতিক হওয়ার অন্যতম সুবিধা সমর্থক। সিনিয়র সাফের পরের টুর্নামেন্টই সাফ অ-২০ নারী টুর্নামেন্ট। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে বাংলাদেশ নামছে সমর্থকদের গর্জন ছাড়াই। টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার অনুষ্ঠিত হলে গ্যালারীতে দর্শকের উপস্থিতি বাড়তো। জুনিয়র টুর্নামেন্টে সাফের বাজেট কম। টুর্নামেন্টের পরিধি বাড়লে আবাসান ও অন্য ব্যয়ও বাড়বে তাই শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবারই ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের দিন সাফ ঠিক করলেও খেলার সময়সূচি স্বাগতিক বাংলাদেশই করেছে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচগুলো সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচটি এক ঘন্টা এগিয়ে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল সন্ধ্যা সাতটায় হলে দর্শকের সংখ্যা খানিকটা বাড়তো বলে ধারণা অনেকের।
এজেড/এফআই