জুনিয়র টেনিস দলের শ্রীলংকায় ৩ টুর্নামেন্ট

১১-১৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠেয় আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতা বালক/বালিকা অনূর্ধ্ব-১৪ এবং ১৮-২৬ ফেব্রুয়ারী ‘জুনিয়র ডেভিস কাপ’ বালক অনূর্ধ্ব-১৬ ও ‘বিলি জিন কিং কাপ জুনিয়র’ বালিকা অনূর্ধ্ব-১৬ টেনিস প্রতিযোগিতাসমূহে বাংলাদেশ জুনিয়র দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রথম দলটি ১১ ফেব্রুয়ারী শ্রীলংকার উদ্দেশ্যে রওনা করবে এবং প্রতিযোগিতা শেষে ১৯ ফেব্রুয়ারী দেশে প্রত্যাবর্তন করবে। দ্বিতীয় দলটি ১৮ ফেব্রুয়ারী রওনা করবে এবং প্রতিযোগিতা শেষে ২৬ ফেব্রুয়ারী দেশে প্রত্যাবর্তন করবে। স্বাগতিক শ্রীলংকা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্থানীয় যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ বহন করবে।
প্রতিযোগিতায় স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাহরাইন, বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ইরাক, জর্ডান, কিরগিজস্তান, লাওস, বোনন, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, ওমান, নেপাল, প্যাসিফিক ওশানিয়া, ওমান, সিরিয়া, সৌদি আরব ও ইয়েমেন হতে বালক/বালিকা খেলোয়াড় অংশগ্রহন করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহ থেকে বালক বিভাগ হতে ৪টি দেশ ও বালিকা বিভাগ হতে ৩টি দেশ কোয়ালিফাইং রাউন্ড হতে ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাংলাদেশ দলের অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার এবং বিটিএফ ট্রেনিং ও ডেভলপমেন্ট কমিটির সদস্য-সচিব খালেদ আহমেদ।
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য বাংলাদেশ দল:
‘২০২৩ আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতা’ বালক/বালিকা অনূর্ধ্ব-১৪
বালক: মো: তানভির মুন সুষার (বিকেএসপি), জাওয়াদ মোহাম্মদ ভূঞাঁ (উত্তরা ক্লাব) ও মোহাম্মদ আরহাম আজিজুল আমিন (উত্তরা ক্লাব)
বালিকা : সুমাইয়া আক্তার (ঝালকাঠি), হুমায়রা হায়দার জারা (শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স), তায়্যেবা খানম (বিকেএসপি)
ক্যাপ্টেন বালক দল : মোহাম্মদ রুবেল হোসেন ও ক্যাপ্টেন বালিকা দল : রাজনিতা চৌধুরী
‘জুনিয়র ডেভিস কাপ’ বালক অনূর্ধ্ব-১৬ বছর ১৮-২৬ ফেব্রুয়ারী ২০২৩
বালক : জারিফ আবরার (ঢাকা ক্যান্টনমেন্ট), ঋত্ত্বিক শিল (ঝালকাঠি) ও সুবিত বড়ুয়া জয় (বিকেএসপি)
ক্যাপ্টেন : মোহাম্মদ রুবেল হোসেন
‘বিলি জিন কিং কাপ জুনিয়র’ বালিকা অনূর্ধ্ব-১৬ বছর ১৮-২৬ ফেব্রুয়ারী ২০২৩
বালিকা : মোছা: সুবর্ণা খাতুন (বিকেএসপি), মোছা: হালিমা জাহান (রাজশাহী) ও মোছা: জান্নাতুন ফেরদৌস (বিকেএসপি)
ক্যাপ্টেন : রাজনিতা চৌধুরী
এজেড/এনইআর