আবাহনীর সঙ্গে ব্যবধান বাড়াল কিংস

প্রিমিয়ার লিগে আজ তিনটি ম্যাচ ছিল। তিন ম্যাচেরই ফলাফল হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শনিবার বসুন্ধরা অ্যারানোয় অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে হারায় কোচ মারুফুল হকের শেখ জামালকে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। একই ব্যবধানে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ হারায় চট্টগ্রাম আবাহনীকে।
কিংস অ্যারেনায় কিংসের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ দুটি ও উজবেকিস্তানের ফরোয়ার্ড আসরর গফুরভ একটি গোল করেন। নয় ম্যাচের নয়টিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলেই থাকল বসুন্ধরার। এক ম্যাচ কম খেলা ঢাকা আবাহনীর পয়েন্ট ১৮৷ কিংস আজকের জয়ে আবাহনীর চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থাকল। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানেই থাকল এক ম্যাচ কম খেলা শেখ জামাল।
এদিকে গোপালগঞ্জে রহমতগঞ্জের হয়ে এনামুল ইসলাম একমাত্র গোলটি করেন। এই জয়ে আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে উঠে এলো রহমতগঞ্জ। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দশমস্থানে চট্টগ্রাম আবাহনী।
মুন্সিগঞ্জে আরেক ম্যাচে ভেনিজুয়েলার ফরোয়ার্ড এডয়ার্ড মনিল্ল জয়সুচক গোলটি করেন। দুই ম্যাচ পর ফের হারের বৃত্তে মুক্তিযোদ্ধা। জিতে পুলিশ নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শেখ রাসেলকে পেছনে ফেলে টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে। সাত পয়েন্ট নিয়ে নবম স্থানে সমান ম্যাচ খেলা মুক্তিযোদ্ধা।
এজেড/এনইআর