কোটি টাকার সুপার কাপে ‘ইউটার্ন’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন লিগ কমিটির দায়িত্ব নিয়ে সুপার কাপ ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কয়েকদিন আগে সুপার কাপ প্রায় চুড়ান্ত বলে প্রাথমিক রুপরেখাও গণমাধ্যমে জানিয়েছিলেন। আজ লিগ কমিটির সভায় স্পন্সর চুড়ান্ত না হওয়ায় সুপার কাপ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপার কাপের জন্য বাফুফে ২-১৩ মে সময়সূচি রেখেছিল। স্পন্সর সংকটে সুপার কাপ না হওয়ায় ফেডারেশন কাপ ও লিগের সূচি সমন্বয় করবে বাফুফে। ফেডারেশন কাপে গ্রুপের শেষ ম্যাচ ছিল আবাহনী ও শেখ রাসেলের মধ্যে। সেই ম্যাচ ২ মে’র পরিবর্তে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
২০১৩ সালে শেষ সুপার কাপ অনুষ্ঠিত হয়। এরপর কোটি টাকার পুরস্কারের এই টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হয়নি। এবার বাফুফে চেষ্টা করছিল আয়োজনের। তারা বসুন্ধরা গ্রুপের কাছে এই টুর্নামেন্টের জন্য পৃষ্ঠপোষকতা চেয়েছিল। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে বনিবনা না হওয়ায় টুর্নামেন্ট আবারও আলোর মুখ দেখছে না।
এজেড/এনইআর