স্কুল অ্যাথলেটিক্সের দূত হবেন ইমরান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রীড়াঙ্গনের লোকজনের ভিড়। কেউ এসেছেন বাংলাদেশের পতাকা নিয়ে, আবার কেউ ফুল নিয়ে। অ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ নানা ক্রীড়া সংস্থা শীতের রাতে হাজির হয়েছেন এশিয়ান পর্যায়ে স্বর্ণ এনে দেওয়া স্প্রিন্টার ইমরানুর রহমানকে শুভেচ্ছা জানাতে।
দেশের মাটি স্পর্শ করেই ইমরান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাকে সমর্থন করেছেন এ জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমাকে ভালো ফলাফলে সহায়তা করেছে।
কাজাখস্তানে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন ইমরান। বাংলাদেশের অ্যাথলেটিক্সে এশিয়ান পর্যায়ে এমন কৃতিত্ব একমাত্র তারই।
অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জন্য দারুণ কৃতিত্ব অর্জন করেছেন ইমরানুর। তাকে বড় সংবর্ধনা দেওয়া হবে। অ্যাথলেটিক্স ফেডারেশনের অধীনে স্কুল, মাদ্রাসা প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতায় দূত হিসেবে থাকবেন ইমরান, স্কুল, মাদ্রাসায় অ্যাথলেটিক্স ফেডারেশনের যে ক্যাম্পেইন তাতে মেন্টরের ভূমিকায় থাকবেন তিনি।
ইমরান অ্যাথলেটিক্সে এমন অর্জন করলেও তাকে অনেক সময় কাটাতে হয় অন্য কাজ করে। ইংল্যান্ডে একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাজ করে পরিবার চালাতে হয় তার। বাংলাদেশে এসে তিনি পূর্ণাঙ্গরূপে অ্যাথলেটিক্সে সময় দিতে চেয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন, আমি অ্যাথলেটিক্সে পুরো সময় দিতে চাই। আমার মনোযোগের পুরোটাই অ্যাথলেটিক্সে রাখতে চাই।
পুরো সময় ও মনোযোগ অ্যাথলেটিক্সে রাখতে হলে তার আর্থিক সহায়তা প্রয়োজন। সেই সহায়তাও চেয়েছেন ইমরান। বলেন, আমার পাশে এসে দাঁড়ালে অ্যাথলেটিক্সে আরও ভালো কিছু করা সম্ভব হবে।
বিমানবন্দরে উপস্থিত অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ইমরানকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এজেড/এসকেডি