ট্রফি জিততে পারলে নিজের জন্যই ভালো: শান্ত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের পর্দা নামতে যাচ্ছে আগামীকাল। বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের আগে অবশ্য সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত জানালেন, ট্রফি জিততে পারলে নিজের জন্যই ভালো হতো।
বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘গেল দুটো বিপিএল ফাইনাল হেরেছি, আমার কাছে মনে হয় এবার আর একটা সুযোগ। আমরা অনেক ক্রিকেট খেলেছি। আশা থাকবে ভালো ক্রিকেট খেলে ম্যাচটা যেন জিততে পারি। এটাই বড় লক্ষ্য। তবে ওইদিনে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
নিজের থেকে দলের জয় বড় করে দেখেন শান্ত, ‘একজন খেলোয়াড় হিসেবে নিজের থেকে দলের ফলাফলটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ট্রফি জিততে পারলে আমার নিজের ক্যারিয়ারের জন্য ভালো। ভবিষ্যতে বলতে পারব, আমি ওই দলের জন্য একটা পার্ট ছিলাম।’
ফাইনাল জেতার লক্ষ্য জানিয়ে শান্ত বলেন, ‘দল যতক্ষণ পর্যন্ত ভালো করছে ওটাই আমার কাছে বড় তৃপ্তি। তৌহিদের সঙ্গে আমার খুবই ভালো একটা কম্পিটিশন হচ্ছে। কিন্তু আমাদের দুজনেরই প্রধান লক্ষ্য ফাইনালে ভালো ক্রিকেট খেলে জেতা। নিজস্বতা নিয়ে খুব একটা চিন্তা করছি না।’
এসএইচ/এনইআর