জামালের অধিনায়কত্বে কলকাতা মোহামেডানের বড় জয়

আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল কলকাতা মোহামেডান। তাদের হয়ে আজই (সোমবার) শেষ ম্যাচ বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। শেষ ম্যাচ হওয়ায় তার হাতে আর্মব্যান্ড তুলে দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। জামালের হাতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া যে মোটেও ভুল হয়নি সেটা প্রমাণ হয়েছে। লিগের শীর্ষে থাকা চার্চিল ব্রাদার্সকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা মোহামেডান।
জামালের নেতৃত্বে কলকাতা মোহামেডান ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল। জামাল নিজেও অন্য ম্যাচের তুলনায় এই ম্যাচে বাড়তি কিছু করার চেষ্টা করেছেন। যেখানেই বল গেছে সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা করেছেন। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন।
১৬ মিনিটে কলকাতা মোহামেডান বক্সের বাইরে ফ্রি কিক পায়। হীরা মন্ডলের দুর্দান্ত ফ্রি কিকে চার্চিল ব্রাদার্সের গোলরক্ষক পরাস্ত হন। পাঁচ মিনিট পরেই ম্যাচে সমতা আনে লিগ টেবিলে শীর্ষ স্থানে থাকা দল চার্চিল। পেনাল্টি থেকে চার্চিলের লুকা ম্যাচে সমতা আনেন।
প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুই আগে চার্চিলকে গোল বঞ্চিত করে সাইড পোস্ট। একটি সংঘবদ্ধ আক্রমণে মোহামেডানের গোলরক্ষক পরাস্ত হলেও সাইডপোস্ট বল প্রতিহত হয়ে ফেরত আসলে ১-১ স্কোরলাইন নিয়ে প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে যেন জ্বলে উঠে জামালের মোহামেডান। ৬৫ মিনিটে ভ্যানলাভিয়া গোল করলে আবার ম্যাচে লিড নেয় জামালের দল। চার্চিল ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ দ্বিতীয়ার্ধে শঙ্করলাল চক্রবর্তী দলের ওপরই ছিল। ম্যাচের শেষ দশ মিনিট চার্চিল একেবারে ছিটকে যায় ম্যাচ থেকে।
পেড্রো মেনজি ৮৬ ও ইনজুরি মিনিটে দুই গোল করলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা মোহামেডান। চলতি লিগে এটা মোহামেডানের সবচেয়ে বড় জয়। সেটা জামালের অধিনায়কত্ব করা ম্যাচে।
১৩ ম্যাচ শেষে ত্রিদিম রেড অ্যাথলেটিক ইউনিয়ন ২৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে চার্চিলের সঙ্গে শীর্ষে। ২৩ পয়েন্ট নিয়ে গোকুলাম কেরালা তৃতীয় স্থানে। সমান ম্যাচে জামালের দল ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। আই লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আরও দুই ম্যাচ রয়েছে মোহামেডানের। শেষ দুইটি ম্যাচ যথাক্রমে ২১ ও ২৭ মার্চ। বাংলাদেশ দলের ম্যাচ থাকায় জামাল সেই দু’টি ম্যাচ খেলতে পারবেন না।
এজেড/এমএইচ