৭৩৪ সংগঠনকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান

দেশের ৭৩৪টি যুব সংগঠনকে তিন কোটি টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সফলতার স্বীকৃতিস্বরূপ এ অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এ অনুদানের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, জনসচেতনতামূলক কার্যক্রমসহ সামাজিক উন্নয়নে দেশের যুব সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করে আসছে। করোনার কঠিন সময়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, যুব সংগঠনগুলোকে আরও বেশি গতিশীল ও কার্যকর করে গড়ে তুলতে অনুদান প্রদান করা হয়েছে। এ প্রণোদনার মাধ্যমে যুব সংগঠনগুলো উৎসাহিত হবে। দেশ ও জাতি গঠনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে সমর্থ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুব সমাজের আইকন হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি যুব সমাজের অনিঃশেষ অনুপ্রেরণার উৎস। তার বিচক্ষণ ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ করোনা সংকট সফলভাবে মোকাবিলা করছে। যা তাকে বিশ্বব্যাপী আদর্শ পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান খান কবীর, ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
এসএইচআর/এসআরএস