সত্যিও হতে পারে রোনালদোর গুঞ্জন

বিচ্ছেদের পর থেকে দু’পক্ষের কেউই যেন খুব একটা ভালো নেই। ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদে ফেরার কথা তাই মাথাচাড়া দিচ্ছে দারুণভাবেই। এবার জিদানও বললেন এমন কিছু, যাতে গুঞ্জনটা আরও শক্ত হতে বাধ্য।
রোনালদো চলে যাওয়ার পর থেকেই চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকেছে রিয়াল। একটা করে লিগ আর সুপারকোপা জিতলেও টানা দুই মৌসুমে বিদায় নিয়েছে শেষ ষোল থেকে। রোনালদোর জুভেন্তাসও খুব একটা ভালো কিছু করতে পারেনি। অভ্যাসে পরিণত লিগটা জিতলেও যে লক্ষ্যে তাকে দলে ভিড়িয়েছিল দলটা, সে চ্যাম্পিয়ন্স লিগে মুখ থুবড়ে পড়েছে টানা তিন মৌসুম। চলতি মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার পর থেকে তো জোরেশোরেই সমালোচিত হচ্ছে তার জুভেন্তাস-যাত্রা! দলটিতে শেষ মৌসুমটাও খেলে ফেলছে, এমন রবও উঠছে বেশ।
জুভেন্তাস ছাড়লে কোথায় যাবেন, এমন প্রশ্নটাও আসছে সঙ্গে। এ তালিকার শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের কোচ জিনেদিন জিদানও এবার ইঙ্গিত দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর রিয়ালে ফেরার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার ফেরার ব্যাপারে এক প্রশ্নের জবাবে বললেন, ‘গুঞ্জনটা কি সত্যি? হ্যাঁ, হতে পারে! আমরা ক্রিশ্চিয়ানোকে চিনি। আমরা জানি সে রিয়াল মাদ্রিদের জন্য অতীতে কী করেছে। কিন্তু এখন সে জুভেন্তাসের হয়ে খেলছে, এখন সে অন্য দলের খেলোয়াড়। ভবিষ্যত আমাদের জন্য কী তুলে রেখেছে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের।’
বয়স ৩৬ হয়ে গেলেও রোনালদোর পারফর্ম্যান্স থিতিয়ে যাওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দলকে চ্যাম্পিয়ন্স লিগ হয়ত জেতাতে পারেননি। চলতি মৌসুমে ৩৩ ম্যাচ খেলে করেছেন ৩০ গোল, যার শেষ তিনটি এসেছে গত সোমবার রাতে কাইয়েরির বিপক্ষে। দল অবশ্য তার সুফলটা ভোগ করতে পারছে না। সিরি’আ শিরোপা ধরে রাখার মিশনটা পড়ে গেছে শঙ্কায়। শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে এক ম্যাচ কম খেলে পিছিয়ে আছে দশ পয়েন্টে। আর সঙ্গে যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতা, আর তাই ক্লাব থেকে তাকে বিদায় করার দাবি জানাচ্ছেন সাবেকরা।
রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জনটাও তাই বেগ পাচ্ছে বেশ। নয় বছর সেখানে খেলে ১৫টি শিরোপা জিতেছিলেন রোনালদো, যেখানে আছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল, বনেছেন ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও। এমন একজনের প্রস্থানের পর তার শূন্যতা ভোগাবে দলকে, এটাই তো স্বাভাবিক! হয়েছেও তাই। গেলবার লিগ জিতলেও চলতি মৌসুমে লা লিগায় কিছুটা সংগ্রামই করতে হচ্ছে রিয়ালকে। এদিকে তার বদলি হিসেবে দলে আনা এডেন হ্যাজার্ডও চোটের কারণে দল থেকে ছিটকে যাচ্ছেন হরহামেশাই। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সংগ্রাম করার ব্যাপারটা তো আছেই। তার ওপর যখন যোগ হয় জিদানের সাম্প্রতিক মন্তব্য, গুঞ্জনটা তখন আরো জোরদার না হয়েই যায় না।
এনইউ