পুজারার দরকার আর ৬৯ রান

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দলীয় অর্জনের বাইরে খেলোয়াড়দের আরও কিছু লক্ষ্যও থাকে। এই সিরিজে আর মাত্র ৬৯ রান করতে পারলেই তেমনই একটি লক্ষ্যে পৌঁছে যাবেন চেতেশ্বর পুজারা।
আর ৬৯ রান হলেই বর্ডার-গাভাস্কার সিরিজে ২০০০ রান করে ফেলবেন পুজারা। তার আগে এ কীর্তি রয়েছে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের।
দিল্লিতে নিজের ১০০তম টেস্ট খেলে ফেলেছেন পুজারা। এবার আরও একটি মাইলফলকের সামনে তিনি। পরের ম্যাচ ইনদোরে। সেই ম্যাচে বা শেষ টেস্ট মিলিয়ে ৬৯ রান করলেই ২০০০ রান করে ফেলবেন পুজারা। তা
বর্ডার-গাভাস্কর সিরিজে ২২ টেস্টে পুজারা করেছেন ১৯৩১ রান, গড় ৫২.১৮। এর মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি।
বর্ডার-গাভাস্কার সিরিজে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান টেন্ডুলকারের। ৩৪ ম্যাচে তার সংগ্রহ ৩ হাজার ২৬২ রান। লক্ষ্মণ করেছেন ২৯ ম্যাচে ২ হাজার ৪৩৪ রান করেন। দ্রাবিড় ৩২ ম্যাচে করেন ২ হাজার ১৪৩ রান। পুজারার পরেই রয়েছেন বিরাট কোহলি। ২২ টেস্টে তিনি করেছেন ১ হাজার ৭৫৮ রান।
এনএফ