ক্লাব লাইসেন্সিং নিয়ে হতাশ সালাহউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসর চলছে। একাদশতম আসর চললেও এএফসি’র লাইসেন্সিং রয়েছে মাত্র চারটি ক্লাবের। এটি নিয়ে বৃহস্পতিবার হতাশা প্রকাশ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘এটি আসলে আসলেই দুঃখজনক। পেশাদার লিগ অনেক দিন চলার পরেও এখনো অনেক ক্লাব লাইসেন্সিং নেই।’
এশিয়ান ফুটবল কনফেডারেশন পেশাদার লিগের ক্লাবগুলোর জন্য একটি ক্রাইটেরিয়া দিয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ ক্লাব সেই মানদণ্ড মানতে পারে না। এজন্য অনেক সময় এএফসি’র টুর্নামেন্টে খেলতে পারে না।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি এক দশকের বেশি সময় ধরে আছেন। ক্লাবগুলোর পেশাদার না হওয়ার পেছনে অনেকটা দায় লিগ কমিটির।
তবে সালাম মুর্শেদিকে কাঠগড়ায় দাড় করাচ্ছেন না সালাহউদ্দিন,‘লিগ কমিটি চেষ্টা করেছে। ক্লাবগুলোরও সীমাবদ্ধতা রয়েছে। একক কাউকে দোষ দেয়া যায় না।’
এএফসি ক্লাব লাইসেন্সিং হয়েছে এবার বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিংয়ের। লাইসেন্সিংয়ের সংখ্যা মাত্র ৪। যেখানে প্রিমিয়ার লিগের ক্লাব সংখ্যা ১৩।
এজেড/এমএইচ