হৃদয়-সাইফের ব্যাটে বড় পুঁজি বাংলাদেশ ইমার্জিংয়ের

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ এমার্জিং: ১৮৪/৭, ২০ ওভার (হৃদয় ৫৮, সাইফ ৪৮, শামীম ২৮; চেজ ২/৩৬)
বাংলাদেশ এমার্জিং দলের বিপক্ষে তিন ফরম্যাট মিলিয়ে সর্বমোট ৮টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড উলভস দল। তবে করোনার কারণে একটি ম্যাচ কম খেলেই দেশে ফিরে যাবে তারা। টি-টোয়েন্টি ফরম্যাটে ২টি ম্যাচ খেলার কথা ছিল দুই দলের, কিন্তু এ ফরম্যাটে হবে না এক ম্যাচ।
সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আজ মিরপুরে মঙ্গলবার মাঠে নেমেছে বাংলাদেশ এমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। যেখানে আগে ব্যাট করে তৌহিদ হৃদয়ের ফিফটি ও অধিনায়ক সাইফ হাসানের ৪৮ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ দাঁড় করেছে বাংলাদেশ এমার্জিং দল।
এদিন টস হেরে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ইনিংসের শুরুর বলটিই বাউন্ডারিতে পরিণত করন সাইফ। তবে হতাশ করেছেন আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন। লেগ স্পিনার গ্যারেথ ডেলানির করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে কোনও রান না করে আউট হয়ে যান তিনি।
ধারাবাহিক ব্যাটিংয়ে ওয়ানডে সিরিজে বাজিমাত করেছেন মাহমদুল হাসান জয়। অনবদ্য ব্যটিংয়ে সিরিজ সেরার পুরস্কার বাগিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি ম্যাচে সুবিধা করতে পারেননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার। মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হয়ে ফিরছেন মাত্র ৮ রান করে। ইয়াসির আলী রাব্বি ২২ রান করে আউট হলে দলকে টেনে তোলার দায়িত্ব নেন সাইফ। তৌহিদ হৃদয়ের সঙ্গে জুটি গড়েন তিনি।
চতুর্থ উইকেটে হৃদয়ের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ সাইফের। তবে ইনিংসের ১৪তম ওভারে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ৪৮ রান নিয়ে যখন ব্যাট করেছিলেন স্বাগতিক দলের অধিনায়ক, তখন শেন গেটকেটের করা অফ স্টাম্পের বাইরে বল মারতে গিয়ে আউট হন তিনি। যদিও মাঠ ছাড়ার আগে শারীরির অঙ্গভঙ্গিতে সাইফ বুঝিয়ে গেছেন, বল উইকেটরক্ষকের হাতে জমা হওয়ার আগে তার ব্যাট স্পর্শ করেনি। ৩৬ বলে ৪৮ রানের ইনিংসটি ৫টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজান সাইফ।
সাইফের জায়গায় ব্যাট করতে আসা শামীম পাটোয়ারি উইকেটে এসে ব্যাট হাতে ঝর তোলেন। রান আউট হওয়ার আগে মাত্র ১১ বলে ২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। যেখানে ছক্কা হাকিয়েছেন ৪টি। অন্যপ্রান্তে নিজের কাজটা করে গেছেন হৃদয়। ঠান্ডা মাথায় ব্যাটিংয়ে মাত্র ২৮ বলে নিজের ফিফটি তুলে নেন তিনি।
মাহিদুল ইসলাম অঙ্কন ৯ রান করে আউট হন। পরে ইনিসের শেষ হবে হৃদয়ও ফিরে যান ৫৮ রান করে। ৩৫ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ এমার্জিং দল। আমিনুল ইসলাম বিপ্লব ১ ও সুমন খান ২ রান নিয়ে অপরাজিত থাকেন। এই সফরে এখনো জয়ের মুখ না দেখা আয়ারল্যান্ড এমার্জিং দলের প্রথম জয়ের স্বাদ নিতে চাই ১৮৫ রান। লক্ষ্যটা বেশ বড়!
টিআইএস/এটি/এনইউ