চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্তঃউপজেলা এবং আন্তঃজেলা পর্ব শেষে এবার চূড়ান্ত পর্বে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস। রোববার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ইতোমধ্যে প্রতিযোগিতার ভলিবল ও দাবা ইভেন্ট শুরু হয়ে গেছে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) ব্যবস্থাপনায় আয়োজিত যুব গেমসের প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে ৫০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশ নিলেও দ্বিতীয় আসরে ডিসিপ্লিনের সঙ্গে বেড়েছে অংশগ্রহণকারীর সংখ্যা। এবারের আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছে। চূড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনের ১৯৩টি ইভেন্টে ১৯৩টি স্বর্ণ, ১৯৩টি রৌপ্য ও ২৮৭টি তাম্র পদকের জন্য প্রায় চার হাজার ক্রীড়াবিদ লড়াই করবেন।
এর আগে গেমসের চূড়ান্ত পর্ব উপলক্ষে গত বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য মশাল র্যালি ঢাকায় আসে। র্যালির আগে মশাল প্রজ্বলন করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। টুঙ্গিপাড়া থেকে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে মশাল বিওএ ভবনে আসে। বিওএ ভবনে আনুষ্ঠানিকভাবে মশাল গ্রহণ করেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
গেমসের চূড়ান্ত পর্বের সূচি:
২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ, আর্মি স্টেডিয়ামের সেনা নিয়ন্ত্রণ বোর্ডের বাস্কেটবল কোর্টে বাস্কেটবল
২৬ ফেব্রুয়ারি-৩ মার্চ, আউটার স্টেডিয়াম (পল্টন ময়দান) ও বাফুফের আর্টিফিসিয়াল টার্ফ মাঠে ফুটবল
২৬ ফেব্রুয়ারি-২ মার্চ, শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে হ্যান্ডবল
২৬ ফেব্রুয়ারি-২ মার্চ, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হকি
২৬ ফেব্রুয়ারি-৩ মার্চ, কাবাডি স্টেডিয়ামে কাবাডি
১-৩ মার্চ, পল্টন ময়দানে রাগবি
২৫ ফেব্রুয়ারি, ১ মার্চ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ভলিবল
১-৩ মার্চ, টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরচ্যারি
১-৩ মার্চ, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এথলেটিক্স
২৬-২৮, ফেব্রুয়ারি শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন
২৭ ফেব্রুয়ারি-২ মার্চ, মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বক্সিং
এজেড/এনইআর