প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ

২৩ মার্চ থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। যার প্রথম দিনেই বাংলাদেশ মাঠে নামবে। বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান অ-২৩ দল। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিরুদ্ধে। ২৫ মার্চ নেপাল মুখোমুখি হবে কিরগিজস্তান অ-২৩ এর। তিন ম্যাচ শেষে শীর্ষ পয়েন্ট ধারী দুই দল ফাইনাল খেলবে।
তিন দলের পয়েন্ট সমান হলে অথবা দ্বিতীয়-তৃতীয় স্থানে থাকা দলের সমান পয়েন্ট হলে সেক্ষেত্রে গোল ব্যবধান নাকি হেড টু হেড বিষয়টি বাংলাদেশ দলের হেড কোচ জেমি ডেও জানেন না, ‘আমি জানি না। সেক্ষেত্রে আসলে কি হবে। টুর্নামেন্ট শুরুর আগে অবশ্যই জেনে নিব’। ২৯ মার্চ ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ম্যাচগুলো শুরু হওয়ার কথা বিকেল পৌনে ছয়টায়।
বাংলাদেশ দল ১৮ মার্চ দুপুরে বাংলাদেশ বিমানে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবে। সেদিন অধিনায়ক জামাল ভূঁইয়া কলকাতা থেকে ঢাকায় ফিরবেন। তিন দিন ঢাকায় থেকে ২২ মার্চ আবার কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ দল কাঠমান্ডুর অন্যতম বড় তারকা হোটেল সোলটেতে থাকবে। কোচ জেমি ডে ২৫ জন ফুটবলার নিয়ে রওনা হবেন। ২৪ জনের বাইরে সাতজন স্ট্যান্ডবাই ছিলেন। সাত জন স্ট্যান্ডবাইয়ের মধ্যে ফরোয়ার্ড জুয়েল মূল দলে জায়গা পেয়েছেন।
জুয়েলের অর্ন্তভূক্তির ব্যাপারে কোচ জেমির বক্তব্য, ‘অন্যান্য পজিশনে একাধিক ফুটবলার রয়েছে। ফরোয়ার্ড পজিশনে একজন বেশি ফুটবলার নিয়ে যাচ্ছি এজন্য।’
উল্লেখ্য, বাংলাদেশ ও নেপাল উভয় সিনিয়র জাতীয় দল হওয়ায় এই ম্যাচটি ফিফা টায়ার-১ এর স্বীকৃতি পাবে। কিরগিজস্তান অ-২৩ দল হওয়ায় ম্যাচটি ফিফা টায়ার-১ এর স্বীকৃতি পাবে না।
টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো
২৩ মার্চ প্রতিপক্ষ কিরগিজস্তান অ-২৩
২৭ মার্চ প্রতিপক্ষ নেপাল
(দুইটি ম্যাচেই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা )
এজেড/এমএইচ/এটি