রেফারি এসোসিয়েশনের স্থগিত ভোটের ফল ঘোষণা

বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নির্বাচন ছিল গত ২৮ জানুয়ারি। সেদিন সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল হান্নান মিরণ জাল ভোটের অভিযোগ আনলে হট্টগোল শুরু হয়৷ এরপর নির্বাচন কমিশন ভোট গণনা স্থগিত করে৷ গতকাল সেই স্থগিত ভোটের সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, অভিযোগ উথাপন করা সাধারণ সম্পাদক প্রার্থী মিরণ পেয়েছেন ১০৭ ভোট। বিপরীতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী ওসমান ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ মিরণ হারলেও সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য পদে মিরণের প্যানেলের অনেকেই নির্বাচিত হয়েছেন৷
এর আগে মিরণপন্থী প্যানেল নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী ওসমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের ওপর জালভোটের অভিযোগ তুলেন। তবে পূর্ণাঙ্গ ফলে ওসমান-মিজান উভয়েই নির্বাচিত হওয়ায় মিরণের প্যানেলের নির্বাচিতদের দায়িত্ব গ্রহণে দোটানায় পড়েছেন। আজ অথবা কালকের মধ্যে অভ্যন্তরীণ সভায় তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানা গেছে।
এদিকে, বীর বাহাদুরকে রেফারিজ এসোসিয়েশনে সভাপতি হিসেবে আগেই মনোনীত করেছে ফুটবল ফেডারেশন। কিন্তু সভাপতি পদ থেকে তিনি অব্যাহতি চেয়েছেন। এ বিষয়ে ফুটবল ফেডারেশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি৷
সভাপতি পদ ছাড়া অন্যান্য পদগুলর মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে আর আলম এবং সহ-সভাপতি হয়েছেন এম আর মুকুল ও হারুনুর রশীদ। সাধারণ সম্পাদক পদে হাজী মো. ওসমান গণি, যুগ্ম সম্পাদক পদে জালাল উদ্দিন ও মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে এম জেড এফ নাহিদ এবং দপ্তর সম্পাদক হয়েছেন আব্দুল হান্নান।
এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান, আনিসুর রহমান সাগর, হাসান মামুন, ভারত চন্দ্র গৌড়, নাহিদা ইতু, সাদাত হোসেন সোহেল, মাহমুদ হাসান, লিমন ও দেলোয়ার মুকুল।
এজেড/এএইচএস