বাফুফে ভবনের সামনেই হবে জিম

বাফুফের নির্বাহী সভার অন্যতম আলোচ্য সূচি ছিল জিমের বিষয় অনুমোদন। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের প্রস্তাবনা অনুযায়ী বাফুফে ভবনের সামনেই জিম করার বিষয়টি নির্বাহী সভায় গৃহীত হয়েছে।
নির্বাহী সভা শেষে উপস্থিত গণমাধ্যমকে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমরা জিম নির্মাণ করব। সেটা এতদিন নীতিগত সিদ্ধান্ত ছিল। সেটা আনুষ্ঠানিক অনুমোদন পেল। নতুন বছরের প্রথম সপ্তাহেই কাজ শুরু হবে।আমাদের ভবনের সামনেই হবে এই জিম।’
সপ্তাহ খানেক আগে কাজী সালাউদ্দিনের জিমের ঘোষণার পর ফুটবলাঙ্গনের মিশ্র প্রতিক্রিয়া ছিল জিমের স্থান নিয়ে। সেই সমালোচনা পাশ কাটিয়ে বাফুফে নির্বাহী কমিটি ভবনের সামনেই জিম করবে। জিমের পাশাপাশি একাডেমী নিয়েও আলোচনা হয়েছে ।
বাফুফে সভাপতি বলেন,‘আমরা কমলাপুরে আবাসিক ক্যাম্প করব। এজন্য জানুয়ারি থেকেই কাজ শুরু করে দেব।’
নতুন বছরে নতুনভাবে শুরু করতে চায় বাফুফে। এজন্য তারা চেষ্টা করছেন বার্ষিক পঞ্জি ঠিকভাবে করতে। এমনটিই জানিয়েছেন সালাউদ্দিন।
তিনি বলেন,‘জাতীয় দল কমিটি ও লিগ কমিটির সাথে সামাঞ্জস্যতা রেখে করা বর্ষপঞ্জি হবে। যেখানে জাতীয় দলের ম্যাচের আগে যেন পর্যাপ্ত সময়সূচি পায়।’
২০১৬ সালে বাফুফের বৃটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি একটি চার বছরের ক্যালেন্ডার দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই সূচি আর সেভাবে অনুসরণ হয়নি। নতুন ক্যালেন্ডার কতটুকু অনুসরণ হয় সেটাই দেখার বিষয়।
এজেড/ এমএইচ