শচীনকে যেভাবে ফাঁদে ফেলেছিলেন আকরাম
একটা সময় বাইশ গজে বল হাতে আগুন ঝরাতেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই পেসার গতির সঙ্গে পরিকল্পনায়ও ছিলেন নিখুঁত। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিকেও তার ফাঁদে পড়তে হয়েছে। ১৯৯৯ সালে চেন্নাই টেস্টে কীভাবে শচীনকে আউট করেছিলেন, সে কথাই শোনালেন এত বছর পর।
'স্পোর্টসস্টার'কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন, 'চেন্নাই টেস্ট আমার কাছে বিশেষ। সাকলাইন মুশতাকের মতো বিশ্বসেরা বোলার আমাদের কাছে থাকা সত্ত্বেও অনায়াসে খেলে যাচ্ছিলেন শচীন। প্রথম ইনিংসে সাকলাইনের দুসরাও সে সহজেই খেলেছে। প্রতিবার সাকলাইন দুসরা দেওয়ার সময় কিপারের পেছন দিয়ে ল্যাপ শট খেলছিল শচীন, যা সেই সময় দেখাই যেত না। আমার মনে আছে, সেই ম্যাচে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল।'
পাকিস্তানের সাবেক এই পেসার আরও বলেন, 'ভারতের জয়ের জন্য ২০ রানের মতো দরকার এবং শচীন ১৩৬ রানে ব্যাট করছিল। তখন প্রত্যেক ফিল্ডার বাউন্ডারিতে। শচীনের বিপক্ষে বল করছিল সাকলাইন। আমি তাকে বললাম, অফস্টাম্পের বাইরে দুসরা করতে এবং হাওয়ায় বলটা ভাসিয়ে দিতে। তাহলে শচীন মিডউইকেট দিয়ে মারার চেষ্টা করবে এবং ক্যাচ ওঠার সুযোগ সৃষ্টি হবে। ঠিক সেটাই হয়েছিল! শচীন ছক্কা মারতে যাওয়ায় বল তার ব্যাটের কানায় লেগে আমার হাতে চলে আসে। আমরা ম্যাচটা জিতে যাই।'