ভেট্টোরির টিপসে সাফল্যের মন্ত্র পেলেন মিরাজরা

নিউজিল্যান্ডের আবহাওয়া আর উইকেট, সবই পেসারদের জন্য আদর্শ। তবে কয়েক দিন আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বলেছেন, এখানকার উইকেটেও ভালো করবেন বাংলাদেশ দলের স্পিনাররা। কিউইদের কন্ডিশনে তাদের বিপক্ষে ভালো করতে একটু কৌশলী ভাবনা বাংলাদেশ দলের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
মঙ্গলবার নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘এখানে (নিউজিল্যান্ড) ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাকে ড্যানিয়েলও বলেছে। এখানে হয়তো ১-২ বল পরপর ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। আস্তে জোরে মিক্স করে এবং লাইন-লেংথটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি ফিল্ডিং সেটআপ নিয়ে যদি লাইন লেংথ এবং ভ্যারিয়েশন অনুযায়ী বল করা যায়, হয়তো উইকেট বের করতে না পারলেও রানটা আটকানো যাবে।’
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের মিশন শুরু আগামী ২০ মার্চ। সেদিন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে নিজেদের প্রস্তুত করার জন্য নিজেদের মধ্যে ভাগ হয়ে আজ (মঙ্গলবার) একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে সফরকারীরা। সে ম্যাচে ব্যাটসম্যানরা রান পেলেও খুব ভালো করতে পারেননি বোলাররা। পেসার রুবেল হোসেন নিয়েছেন ৪টি উইকেট। দুই দলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। বাকিরা সফলতার মুখ দেখেননি।
তবুও বোলারদের পক্ষেই কথা বললেন মিরাজ, ‘সকালে আবহাওয়া বোলারদের সাপোর্ট করেছে। একটু মেঘলা আবহাওয়া ছিল। হয়তো ওখানে বোলাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে। বিশেষ করে আমাদের টিমের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। রুবেল ভাই চার উইকেট পেয়েছে, খুব ভালো লাইন এবং লেংথে বল করেছে। এবং সাইফউদ্দিন এবং শরিফুল আর আমাদের যে পেস বোলার আছে, সবাই খুব ভালো জায়গায় বল করেছে।’
মিরাজ আরও যোগ করেন, ‘স্পিনাররা, আমি যতটুকু চেষ্টা করেছি লাইন লেংথটা ভালো জায়গায় বল করার জন্য এবং কিছু ভ্যারিয়েশন নিয়ে কাজ করছিলাম গত এক সপ্তাহ, ড্যানিয়েলের (ভেট্টোরি) সাথে। আমাকে ২-১টা টিপস দিয়েছিল কীভাবে করলে ভালো হবে, সেটা নিয়ে আমি হয়তো ম্যাচে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি।’
টিআইএস/এটি/এমএইচ