ট্রেবল জয়ের প্রশ্নে গার্দিওলা বললেন ‘ভুলে যাও’

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে টানা পঞ্চমবারের মতো শেষ আটের দেখা পেয়েছে পেপ গার্দিওলার দল। তারপরও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের সতর্ক করে তিনি বলেছেন, এ মৌসুমে ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন ভুলে যেতে।
এই স্প্যানিশ কোচ বলেন, ‘না, ভুলে যান (ট্রেবল জয়)। এ নিয়ে কথা বললেই প্রতিযোগিতা থেকে বাদ পড়ার ঝুঁকি বেড়ে যায়। আমরা এখনো প্রস্তুত নই। এমনকি এক সেকেন্ডের জন্যও এটা (ট্রেবল) নিয়ে ভাবছি না। আমরা শুধু পরের ম্যাচটি নিয়েই ভাবছি। একটি কথাই আমি অনেকবার বলেছি, মৌসুম শেষ হওয়ার তিন মাস আগপর্যন্তও আমরা তিনটি প্রতিযোগিতায় টিকে আছি। এটাই বড় শিরোপা।’
চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ সবগুলো টুর্নামেন্টে শিরোপা জয়ের আশা এখনও টিকে আছে সিটির। এমনকি তারা ভালো অবস্থানেও রয়েছে।
প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট। তাদের সঙ্গে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে সিটি। ২৫ ম্যাচে সিটির নামের পাশে ৫৫ পয়েন্ট। অবশ্য আর্সেনালের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে ম্যানচেস্টারের ক্লাবটি।