প্রীতি ম্যাচ খেলবেন বাংলাদেশের নারীরাও

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যস্ততাটা অনুর্ধ্ব পর্যায়ে নারী ফুটবলারদের নিয়েই বেশি। জাতীয় মহিলা ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলে না দেড় বছরের বেশি সময়। যার ফলে ফিফার র্যাংকিং থেকে সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশের নাম ছিল না।
এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে ফুটবলাঙ্গনে। সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়েছে বাফুফে। সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন এখন থেকে নিয়মিত প্রীতি ফুটবল ম্যাচ খেলতে দেখা যাবে নারী ফুটবল দলকেও।
তিনি বলেন, ‘এখন থেকে ফিফা উইন্ডোগুলোতে আমাদের মেয়েরাও ম্যাচ খেলবে। এজন্য আমরা একটি খসড়া সূচিও করেছি। ইতোমধ্যে আট-নয় দেশের সঙ্গে মৌখিক কথাও বলেছি।’
জাতীয় মহিলা ফুটবল দল ছাড়াও জাতীয় দলের কোচিং স্টাফ নিয়েও নির্বাহী সভায় আলোচনা হয়েছে। ফেডারেশন কাপ চলছে কিন্তু জাতীয় দলের কোচিং স্টাফ তাদের নিজ নিজ দেশে। প্রায়ই দেখা যায় এমন ঘটনা।
এ নিয়ে অনেক সমালোচনা হলেও জাতীয় দল কমিটি এগুলো এড়িয়ে চলতো। এখন অবশ্য নির্বাহী কমিটিই জাতীয় দল কমিটিকে আরো বেশি সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছে।
এই বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘জাতীয় দল কমিটিকে আরো বেশি নজরদাড়ি করতে হবে। জাতীয় দলের কোচিং স্টাফরা যাতে বেশি সময় খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখেন এজন্য তাদের বাংলাদেশে বেশি সময় কাটাতে হবে’।
এজেড/ এমএইচ