উচ্চতাতেও সমস্যা হবে বাংলাদেশের

আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক নেপালের জাতীয় দল খেললেও কিরগিজস্তান অ-২৩ দল পাঠাচ্ছে। কিরগিজস্তান মূল সিনিয়র দল না পাঠালেও তাদেরকে বাংলাদেশ থেকে কিছুটা এগিয়ে রাখছেন ব্রিটিশ কোচ জেমি ডে, ‘তারা অ-২৩ দল হলেও টেকনিক্যালি আমাদের চেয়ে কোনো অংশে কম না। তাদেরকে ছোট করে দেখার কিছু নেই।’
সমুদ্রপৃষ্ঠ থেকে নেপালের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এজন্য অনেক দল নেপালে গিয়ে ভালো করতে পারে না। আসন্ন টুর্নামেন্টে উচ্চতা একটি প্রভাব হতে পারে বলে মনে করেন জেমি, ‘গত সাফ (এসএ গেমস) গেমসেই এর প্রমাণ। ফাইনাল খেলেছে নেপাল ও ভুটান। কারণ তারা এমন উচ্চতার সাথে অভ্যস্ত। উচ্চতা, আবহওয়ার ওপর তো আমাদের কিছু করার নেই। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলে যাওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশ দল আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। দেশ ছাড়ার আগে আগামীকাল শেষ অনুশীলন করবে। নেপাল গিয়ে করোনা পরীক্ষা শেষ করে ১৯ মার্চ থেকে আবার মাঠে নামবে বাংলাদেশ দল। ২৩ মার্চের আগে নেপালে চার দিন অনুশীলন করানোর সুযোগ পাবেন জেমি।
জুনে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, ওমান ও ভারত। তিনটি দলই বাংলাদেশের চেয়ে র্যাংকিং ও শক্তিমত্তায় এগিয়ে। জেমি নতুন ফুটবলারদের জুনের ম্যাচের জন্য প্রস্তুত করতে চান। নেপালের মান বাংলাদেশের কাছাকাছি, কিরগিজস্তান পূর্ণাঙ্গ জাতীয় দল নয়।
এই দুই দলের বিপক্ষে খেলিয়ে জুনের জন্য তরুণদের কতটুকু প্রস্তুতি সম্ভব এই প্রশ্নের উত্তরে জেমি বলেন, ‘করোনার সময়ে অনেক কিছুই স্থগিত। নেপাল একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। সেখানে অনেক ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচের উত্তরটা পাবে।’
জেমির সহকারী স্টুয়ার্ট এই প্রসঙ্গে বলেন,‘ডিসেম্বরে কাতার ম্যাচ আর এই টুর্নামেন্টের প্রেক্ষাপট এক নয়। কারণ তখন আট মাস ফুটবলাররা বাইরে ছিল। এখন লিগের ম্যাচ খেলেছে কয়েকটি। আমরা এই টুর্নামেন্টে ট্যাকটিস, ট্যাকনিক ও গেম প্ল্যান নিয়ে বেশি কাজ করতে পারব।’
বাংলাদেশের ফুটবলাররা ফেডারেশন কাপ টুর্নামেন্ট ও লিগের হয়ে ১২টি ম্যাচ খেলেছে। নেপাল ও কিরগিজস্তানের তুলনায় বাংলাদেশ ফিটনেসে খানিকটা এগিয়ে থাকবেন বলে মনে করেন জেমি।
এজেড/এমএইচ