মোহামেডানে কায়সার হামিদের ছেলেও

কায়সার হামিদ ও ঢাকা মোহামেডান অনেকটা সমার্থক শব্দ। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের ফুটবল দলের অনেক ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কায়সার হামিদের নাম। এবার তার ছেলে সাদাত হামিদও যুক্ত হচ্ছেন বাবার ক্লাবে।
রোববার প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় মোহামেডান। যেখানে সাদা কালো শিবিরের একাদশে ছিলেন সাদাত হামিদ।
মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স বলেন,‘কায়সার হামিদের সন্তান সাদাত হামিদের সাথে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছি।’
কায়সার হামিদ ছেলেকে মোহামেডানে অর্ন্তভূক্ত করা প্রসঙ্গে বলেন,‘আমার ছেলে উচ্চ শিক্ষায় দেশের বাইরে ছিল। দেশের বাইরে থাকলেও সব সময় ফুটবলের সঙ্গেই ছিল। উন্নত মানের ফুটবল কলা কৌশল ভালোই রপ্ত করেছে সে।’
কায়সার হামিদ আশির দশকে এক যুগের বেশি সময় ঢাকা মোহামেডানের হয়ে খেলেছেন। মোহামেডানের হয়ে অধিনায়কত্বও করেছেন তিনি। সাবেক ফুটবলারদের সন্তানদের মধ্যে এর আগে আবদুল গফুরের ছেলে মোবারক ও আবুল হোসেনের ছেলে আবিদ হোসেন সাদা কালো জার্সি গায়ে চাপিয়েছিলেন।
এমএইচ