প্রিমিয়ার লিগ শুরু ১৩ জানুয়ারি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের দ্বাদশ আসর শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের লিগ কমিটির পক্ষ থেকে প্রস্তাব ছিল জানুয়ারির মাঝামাঝি লিগ করার। প্রস্তাবের ভিত্তিতে নির্বাহী কমিটি ১৩ জানুয়ারি লিগের দিনক্ষণ ঠিক করেছে।’
গত মৌসুমে করোনাভাইরাসের কারণে চলমান লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত লিগে কোনো রেলিগেশন ছিল না। ফলে গত আসরের মতো এ আসরেও দল সংখ্যা ১৩টি।
লিগের ভেন্যুর বিষয়ে সালাম মুর্শেদী বলেন, ‘করোনার দ্বিতীয় ধাপ চলছে। চাইলেও খুব বেশি ভেন্যুতে খেলা সম্ভব না। ঢাকার আশপাশে কয়েকটি ভেন্যু আমাদের পছন্দ। লিগ কমিটির পরবর্তী সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’
লিগের মূল ভেন্যু হিসেবে রয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এছাড়া কমিটির বিবেচনায় যেসব ভেন্যু রয়েছে- ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম।
এজেড/এমএইচ