বায়ার্নে চুক্তি নবায়ন করলেন মোতিন

বায়ার্ন মিউনিখে আরও এক বছরের নতুন চুক্তি করেছেন এরিক মাক্সিম চুপো-মোতিন। ২০২৪ সালের জুন পর্যন্ত জার্মান চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন এই ফরোয়ার্ড। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে গত শুক্রবার চুপো-মোতিনের চুক্তির বিষয়টি জানায় বায়ার্ন।
বায়ার্নের হয়ে চলতি মৌসুমে ছন্দে আছেন চুপো-মোতিন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি গোল করেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার, ম্যাচ খেলেছেন ২৪টি।
পিএসজি ছেড়ে ২০২০ সালে 'ফ্রি এজেন্ট' হিসেবে বায়ার্নে যোগ দেন চুপো-মোতিন।
২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগার পয়েন্ট টেবিলে দুইয়ে আছে বায়ার্ন। এক ম্যাচ বেশি খেলে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড।
লিগ ম্যাচে শনিবার রাতে স্টুটগার্টের বিপক্ষে খেলবে বায়ার্ন। সবঠিক থাকলে এই ম্যাচে বায়ার্নের হয়ে মাঠে নামবেন এই ফরোয়ার্ড।
এইচজেএস