বাংলাদেশ সফর শেষ জ্যাকসের

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময়ে বাঁম পায়ে চোট পেয়েছিলেন উইল জ্যাকস। আর এই চোটের কারণেই বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে এই ইংলিশ ব্যাটারের। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চোট থেকে সেরে উঠতে ৪৮ ঘণ্টার মাঝেই ইংল্যান্ডের বিমান ধরবেন জ্যাকস। যে কারণে টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না তার। এখন পর্যন্ত জ্যাকসের বদলি কোনো ক্রিকেটারের নাম জানায়নি ইসিবি। নতুন কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হবে কিনা সেটা অবশ্য এখনও নিশ্চিত নয়।
এখনও পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সিরিজের দুই ম্যাচেই একাদশে ছিলেন জ্যাকস। তবে সুবিধা করতে পারেননি একটিতেও। দুই ম্যাচে ব্যাটিং করে ২৭ রান করেছেন তিনি। বল হাতে অবশ্য একটি উইকেটে নিয়েছেন ডানহাতি এই স্পিনার।
জ্যাকস পারফর্ম করতে না পারলেও দল হিসেবে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর আবারও বাংলাদেশের মাটিতে সিরিজ জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ইংলিশদের কাছে হারায় সাত বছর পর ঘরের মাঠে কোনো সিরিজ খুইয়েছে তামিম ইকবালরা।
এসএইচ/এইচজেএস