হ্যাটট্রিক করেও জিততে না পারা দুর্ভাগ্যের, এমবাপেকে নিয়ে মেসি

কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালের স্মৃতি এখনও ফুটবলপ্রেমীদের মুখে মুখে। স্নায়ুচাপ বাড়িয়ে দেওয়া স্মরণীয় সেই ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। শেষ হাসি অবশ্য তোলা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার জন্য। অন্যদিকে, ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে শিরোপা জেতাতে পারেননি ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
বিশ্বকাপের পর তিন মাস শেষ হতে চললেও এখনো ঘুরে ফিরে আসে সেই ফাইনাল প্রসঙ্গ। বার বার শিরোনামে চলে আসে এমবাপেকে নিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সেই উদ্যাপন প্রসঙ্গ। এদিকে, পিএসজির ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপের ফাইনাল ও এমবাপে প্রসঙ্গে কথা বলেছেন মেসি।
পিএসজি সতীর্থ এমবাপে সম্পর্কে বলেন, পাগলাটে এক ফাইনাল ছিল। যেভাবে ম্যাচটা এগিয়েছিল, তা এককথায় দুর্দান্ত। কিলিয়ানের পারফরম্যান্স ছিল দুরন্ত। ফাইনালের মতো ম্যাচে হ্যাটট্রিক করেও চ্যাম্পিয়ন হতে না পারা সত্যিই দুর্ভাগ্যের
কাতার বিশ্বকাপের ফাইনাল যে এমন ক্লাইমেক্সে ঠাসা হবে তা কি কেউ আগে ভেবেছিলেন? প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পরে ম্যাচের লাগাম নিয়ে নেয় ফ্রান্স। কিলিয়ান এমবাপেই ম্যাচে ফেরান ফ্রান্সকে। তারপরেও চলে ম্যাজিক। শেষমেশ অবশ্য মেসির হাতে ওঠে বিশ্বকাপ।
কাতারে স্বপ্নভঙ্গ হলেও এমবাপে অবশ্য চার বছর আগেই জিতে নিয়েছিলেন ফুটবল বিশ্বকাপ। এ প্রসঙ্গে মেসি বলেন, এমবাপে আগেই বিশ্বকাপ জিতেছিল। ফলে সে জানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গুরুত্ব। বিশ্ব ফুটবলের জন্য দারুণ একটা ফাইনাল হয়েছিল। একই দলের হয়ে এখন খেলছি আমরা। এটাও বেশ ভাল এক অনুভূতি। আশা করি প্যারিসে আমরা দারুণ কিছু করতে পারব।