ধারাবাহিক রান পেলে আত্মবিশ্বাস থাকে অন্যরকম : শান্ত

ক্যারিয়ারের শুরু থেকেই নাজমুল হোসেন শান্ত সমালোচনার শিকার। অবশ্য এর কারণও রয়েছে। ধারাবাহিকভাবে রান করতে না পারায় সমর্থকদের সব তিক্ত মন্তব্যে নাজেহাল হয়েছেন তিনি। একদিন ভালো করেন তো তিনদিন ফ্লপ। তবে সেসব দিনকে পাশ কাটিয়ে শান্ত ছুটে চলেছেন দুরন্ত গতিতে। ব্যাট হাতে দলের জয়ে তিনি বড় ভূমিকা রাখছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের সাগরিকায় টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচেও ব্যাট হাতে ৩০ বলে শান্ত করেছেন ৫১ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য বাঁ-হাতি এই ব্যাটার জানালেন ধারাবাহিক রান করলে ভিন্ন এক আত্মবিশ্বাস থাকে।
শান্ত বলেন, ‘আমি ধারাবাহিক রান করেছি। একজন ব্যাটার হিসেবে যখন ধারাবাহিক রান করবো ভিন্ন একটা আত্মবিশ্বাস তো থাকেই। খেলা সম্পর্কেও অনেক ধারণা আসে। আমার কাছে মনে হয়েছে আমি কিভাবে ইনিংস লম্বা করবো এই ব্যাপারে আমার ধারণা ভালো ছিল। ম্যাচে শুধু সেটাই প্রয়োগ করার চেষ্টা করেছি।’
আরও পড়ুন : ‘আমার ক্যাচটা বাদে সবাই ভালো ফিল্ডিং করেছে : সাকিব’
নিজেদের পরিকল্পনা ও মানসিকতা অনুসারে খেলার কথা উল্লেখ করে শান্ত বলেন, ‘আমরা ভালো শুরু পেয়েছিলাম। শুধু এই মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করেছি। আমাদের সাধারণ পরিকল্পনাই ছিল। বল দেখেছি আর এভাবে খেলেছি। আমরা বিপিএলে যেভাবে ব্যাটিং করেছি, সেখানে যে প্ল্যানিং ছিল ছিল; আজকেও সেটাই প্রয়োগ করার চেষ্টা করেছি। আমরা ভিন্ন কিছু করতে চাইনি। আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না।’
ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত তৌহিদ হৃদয়কে নিয়ে শান্ত বলেন, ‘প্রথম ম্যাচ হিসেবে তার যে এপ্রোচটা ছিল, যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে, ওইটা দেখেই আমি আত্মবিশ্বাস পেয়েছি। এরকম একটা বড় দলের বিপক্ষে ওকে একবারও নার্ভাস মনে হয়নি। আমাদের ওই আত্মবিশ্বাসটা ছিল, কারণ আমরা বিপিএলে বেশ কিছু বড় জুটি গড়েছি। তার এরকম শুরুর পর আমরা শুধু স্বাভাবিক ব্যাটিংই করছিলাম।’
এসএইচ/এএইচএস