জাতীয় দলে করোনার হানা

আগামীকাল(বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ দল নেপালের উদ্দেশে রওনা হবে। বাংলাদেশ বিমানে রওনা হওয়ার ৭২ ঘন্টা আগে দলের সবার কোভিড পরীক্ষা করানো হয়। এতে মিডফিল্ডার রাকিবের পজিটিভ রিপোর্ট আসে। এজন্য আজ শেষ দিনের অনুশীলনে ছিলেন না তিনি।
রাকিব পজিটিভ আসায় দলের মধ্যে খানিকটা শঙ্কা তৈরি হয়েছে। তবে ম্যানেজার ইকবাল হোসেন ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘তার মধ্যে কোনো উপসর্গ নেই। এরপরও তার পজিটিভ রিপোর্ট এসেছে। আমরা পুনরায় পরীক্ষা করিয়েছি। আজ রাতে বা কাল সকালে রিপোর্ট আসবে। রাকিবের ভিসা, টিকিট সব করানো আছে। রিপোর্ট পাওয়ার পর কোচ সিদ্ধান্ত নেবেন।’
স্ট্যান্ডবাই দল থেকে একমাত্র মোহাম্মদ জুয়েল ডাক পেয়েছেন জাতীয় দলে। স্ট্যান্ডবাই আরো ছয় জন রয়েছেন। পুরো ৩১ জনেরই ভিসা করিয়েছে বাফুফে। ফলে কোচ জেমি ডের হাতে বিকল্প রয়েছে। সেই বিকল্প ব্যবহার করবে কি না এটা নিশ্চিত নন ম্যানেজার।
তিনি বলেন, ‘আমাদের ৩১ জন ফুটবলারের ভিসা করানো আছে। কোচ কিছু সময় নিচ্ছেন। আমাদের ম্যাচ ২৩ তারিখ। ২২ তারিখ অধিনায়ক জামাল ভূঁইয়া যাবে। ফলে তার সাথেও আসার সুযোগ থাকছে।’
অন্য দিকে বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান আল ইমরান এই প্রতিবেদকের কাছ থেকে বিষয়টি প্রথম জানলেন, ‘পজিটিভের বিষয়ে আমাকে এখনো ফেডারেশন থেকে কিছু জানায়নি। ফেডারেশন জানালে আমার পরামর্শ ও নির্দেশনা দেব।’
ডেপুটি চেয়ারম্যান আগে জানিয়েছিলেন কোনো ফুটবলার পজিটিভ হলে দলের সঙ্গে সফর করতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন। ফুটবল দলকে সেভাবে রাখছে না ফুটবল ফেডারেশন। রাকিবের এই কোভিড পজিটিভ দলের মধ্যে ছড়িয়ে পড়ে কি না এটা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
অন্য দিকে আজ শেষ অনুশীলনের দিন অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা বলেছেন, ‘আমরা ট্রফি জেতার জন্যই নেপাল যাচ্ছি। লম্বা সময় লিগ খেলার কারণে ফিটনেস নিয়ে কোন চিন্তা নেই কোচের। তাই এখন রিকভারির দিকেই নজর ছিল উনার। পাসিং, ডিফেন্সিং ও ফিনিশিং নিয়ে আজ কাজ করেছেন কোচ। টেকনিক্যাল যে বিষয়গুলো আছে তা নেপাল গিয়েই বেশি করে দেখাবেন তিনি। প্রতিপক্ষ দুই দলের দুর্বল ও শক্ত জায়গাগুলো নিয়ে কাজ করবেন।’
নেপালের কন্ডিশন নিয়ে সোহেল রানার কথা, ‘নেপাল পাহাড়ি দেশ। ওখানে স্বাভাবিক দম নিতে একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক। কারণ, পাহাড়ের ওপর খেলা হয়। একটু ঠান্ডাও থাকে। সবকিছু মিলিয়ে একটু কঠিন হবে। যেহেতু আমরা একটু আগে যাচ্ছি, তাই কন্ডিশন মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে যাতে ট্রফিটা বাংলাদেশে নিয়ে আসতে পারি।’
এজেড/এমএইচ