আয়ারল্যান্ড সিরিজের টিকিট মিলবে অনলাইনে

আগামী ১৮ মার্চ থেকে সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে। এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। বুধবার (১৫ মার্চ) এমনটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
তিনি জানান, ‘এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। প্রাথমিকভাবে টিকিট পাওয়া যাবে বিসিবির নিজস্ব ওয়েবসাইটে।’
তবে কবে থেকে টিকিট ছাড়া হবে সেটি এখনও নিশ্চিত করেনি বিসিবি। যদিও এর আগে ২০১৯ সালে একবার বিপিএল আসরে বিসিবি অনলাইন টিকিটের ব্যবস্থা করেছিল।
ইতোমধ্যে এই সিরিজ খেলতে আয়ারল্যান্ড দল সিলেটে অবস্থান করছে। গত রোববার (১২ মার্চ) তারা ঢাকায় পা রেখেই সিলেটের উদ্দেশে চলে যায়। সেখানেই আজ তাদের সঙ্গে বিসিবি একাদশের সাথে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৮ মার্চ।
ওয়ানডে সিরিজ
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
| ১৮ মার্চ | প্রথম ওয়ানডে | দুপুর ২টা | সিলেট |
| ২০ মার্চ | দ্বিতীয় ওয়ানডে | দুপুর ২টা | সিলেট |
| ২৩ মার্চ | তৃতীয় ওয়ানডে | দুপুর আড়াইটা | সিলেট |
টি-টোয়েন্টি সিরিজ
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
| ২৭ মার্চ | প্রথম টি-টোয়েন্টি | দুপুর ২টা | চট্টগ্রাম |
| ২৯ মার্চ | দ্বিতীয় টি-টোয়েন্টি | দুপুর ২টা | চট্টগ্রাম |
| ৩১ মার্চ | তৃতীয় টি-টোয়েন্টি | দুপুর ২টা | চট্টগ্রাম |
এসএইচ/এএইচএস