ছিটকে গেলেন জাকির, তামিমের জ্বর

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দেওয়ার সুখস্মৃতির রেশ শেষ হতে না হতেই আবারো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এবার লাল-সবুজের দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে আগামী ১৮ মার্চ থেকে আইরিশদের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল টিম টাইগার্স।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। আজ (বৃহস্পতিবার) দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছিলেন এ ব্যাটসম্যান। জানা গেছে, জাকিরের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।
জাকিরের চোট নিয়ে জানা গেছে, তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে এক্স-রে করানো হচ্ছে। তবে এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেক্ষেত্রে অপেক্ষা বাড়ছে সিলেটের এই ক্রিকেটারের।
এদিকে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। জানা গেছে, জ্বরের কবলে পড়েছেন তামিম। তবে আশা করা হচ্ছে, প্রথম ওয়ানডে থেকেই পাওয়া যাবে টাইগার অধিনায়ককে। ইতোমধ্যে সিলেটে যোগ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

এসএইচ/এফআই