আয়ারল্যান্ডকে সব ম্যাচেই হারাতে চান রনি

চার আঙ্গুলের কপালে কার ভাগ্য কখন খুলে যাবে কেউই সেটা বলতে পারে না। কয়েক ঘণ্টা আগেও কি রনি তালুকদার ভেবেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পাবেন তিনি! হয়তো না। তবে ঠিকই ডাক পেয়ে গেলেন প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দলে।
অবশ্য ঘোষিত এই দলে নতুন করে রনির ডাক পাওয়ার একটা কারণ রয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন জাকির হাসান। বিকাল না নামতেই ছিটকে গেলেন টাইগার স্কোয়াড থেকে। এরপরই ভাগ্য সুপ্রসন্ন হয় রনির।
জাকিরের বদলি হিসেবে রনি ডাক পেলেন প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে। আর ওয়ানডে দলে ডাক পেয়েই ঢাকা পোস্টের কাছে তুলে ধরলেন নিজের অনুভূতি। জানালেন আইরিশদের বিপক্ষে নিজের চাওয়া-পাওয়ার কথা। পাঠকদের জন্য তুলে ধরা হলো তার চুম্বক অংশ।
টি-টোয়েন্টির পর ওয়ানডেতে ডাক পেলেন। কেমন লাগছে?
রনি: খুবই ভালো খবর। অবশ্যই ভালো লাগছে। চেষ্টা করব ভালো কিছু করার।
দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দিয়ে দলে ফেরা। এবার ওয়ানডে দলেও ডাক পেলেন। পরিবারের উচ্ছ্বাসটা কেমন এখন?
রনি: খুবই আনন্দের, পরিবারের সবাইকে জানিয়েছি। সবাই অনেক খুশি। আমার ভালো কিছুতে সবসময় পরিবারের সদস্যরা অনেক আনন্দিত হয়।
টি-টোয়েন্টি সিরিজ কেমন উপভোগ করলেন?
রনি: অনেক ভালো, কারণ হিসেবে বলব বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জিতেছি। তারপর আবার হোয়াইটওয়াশ করেছি। অন্যরকম ফিলিংস ছিল যা বলে বোঝানো সম্ভব না।

ড্রেসিংরুম কেমন লাগছে?
রনি: আগের মতোই ছিল সবকিছু। তবে স্পেশাল ছিল কারণ ম্যাচ জিতেছি। একটা জিনিস দেখবেন ম্যাচ জিতলে সবকিছুই তখন ভালো লাগবে। আমি যখনই ছিলাম সেসব সিরিজ আমরা জিতেছি। এজন্য ড্রেসিংরুমে অন্যরকম সুখের আবহাওয়া বিরাজ করেছে।
অধিনায়ক সাকিব আল হাসান আপনাকে আলাদা করে কিছু বলেছিলেন কি না?
রনি: সাকিব ভাই সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন। ভাই শুধু বলত যে প্রেশার নেওয়ার দরকার নাই, তুমি তোমার খেলাটা খেলো। যেটা তুমি বিপিএলে খেলেছ সেটাই এখানে খেলো।
ওয়ানডেতে সুযোগ পেলে লক্ষ্য কি থাকবে?
রনি: আমি আগেও যেটা বলেছি, আমি দলের জন্যই খেলতে চাই। দলের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করব। দলের জয়ের জন্যই খেলব।
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ কেমন করবে, আপনার ব্যক্তিগত প্রত্যাশা?
রনি: আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে। এখন সেটা সিরিজ জয়ের জন্য, ৩-০ হলে তো খুব ভালো হবে। প্রতিটি ম্যাচ বাই ম্যাচ আমরা জয়ের জন্যই খেলব।
এসএইচ/এফআই
