এবার সাংবাদিকদের পরামর্শ দিলেন হাথুরু

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগের দিন আজ শুক্রবার সিলেটে সংবাদ সম্মেলনে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে হাতুরুর কাছে বেশিরভাগ প্রশ্নই ছিল দলের ব্যাটারদের নিয়ে। অথচ টাইগার কোচ অধীর আগ্রহে ছিলেন, কখন বোলিং নিয়ে কথা বলবেন! তাইতো বোলিং নিয়ে প্রশ্ন না করায় এক পর্যায়ে নিজে থেকেই এ সম্পর্কে বললেন এবং উপস্থিত সাংবাদিকদের কিছু পরামর্শও দিলেন।
এরপর ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির প্রসঙ্গ টেনে মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসাও করেন হাথুরু। তিনি বলেন, 'আপনি শেষ ম্যাচে ফিজকে দেখেন। দুইটা বড় ওভার খেলার মোমেন্টাম বদলে দিয়েছে। আমি চাই আপনারা এসব বিষয় হাইলাইট করেন, রিপোর্টিং ও লেখার সময়। ম্যাচ বদলে যাওয়ার মুহূর্তগুলোকে হাইলাইট করুন। আমাদের ছেলেরা ওখান থেকে বিশ্বাস পায়। কারণ তারা আপনারা কী লিখেন, সেটা পড়ে। আপনারা কী বলেন, সেটা শুনে।’
ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এবার ওয়ানডেতে আয়ারল্যান্ডকেও হোয়াইটওয়াশ করার একটা চাপ থাকবে কি না তামিম ইকবালের ওপর? হাথুরুর সাবলীল উত্তর তিনি সেটা মনে করেন না।
হাথুরু বলেন, 'অধিনায়ক! আমি মনে করি না। আমি মনে করি এটা খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ এবং প্রত্যেকের জন্য স্কিলের দিক থেকে। ফরম্যাট টু ফরম্যাট পরিবর্তনে আপনার নিজেরও কিছু পরিবর্তন আনতে হয়। যেমন অ্যাপ্রোচ, মানসিকতা। এছাড়া এখনকার দিনে এমনভাবেই সূচি হয়ে থাকে যে আপনাকে সবকিছুতে মানিয়ে নিতে হবে। আমি সেভাবে চিন্তা করছি না। এভাবে চিন্তা করলে ক্ষতি হতে পারে।’
এসএইচ/এইচজেএস