ছিটকে গেলেন পেদ্রি-মোরেনো
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আসছে ম্যাচগুলোতে পেদ্রিকে ছাড়াই খেলতে হবে স্পেনকে। এই মিডফিল্ডার ছাড়াও চোটে ছিটকে গেছেন স্ট্রাইকার জেরার্দ মোরেনো। এই দুজনের জায়গায় দলে ডাক পেয়েছেন ইয়েরেমি পিনো ও বোর্হা ইগলেসিয়াস।
চলতি মাসের শেষের দিকে নরওয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে স্পেন। শুরুতে দলে থাকলেও চোটের কারণে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেদ্রি ও মোরেনো।
হ্যামস্ট্রিং সমস্যা থেকে সেরে না ওঠায় পেদ্রি খেলতে পারেননি রোববারের লা লিগার ক্লাসিকোয়। তার দল বার্সেলোনা ম্যাচটি জিতে ২-১ গোলে।
লিগে গত রোববার ওসাসুনার বিপক্ষে ভিয়ারিয়ালের ৩-০ গোলে জয়ের ম্যাচে পেশিতে চোট পান মোরেনো। চলতি মৌসুমে লা লিগায় তিন গোল করেছেন ২০ বছর বয়সী পিনো। কাতার বিশ্বকাপের দলে ছিলেন এই ফরোয়ার্ড।
ইগলেসিয়াসের অবশ্য জায়গা হয়নি গত বিশ্বকাপ স্কোয়াডে। এই মৌসুমে লিগে এখন পর্যন্ত ১২টি গোল করেছেন এই স্ট্রাইকার।
আগামী শনিবার নরওয়ের বিপক্ষে মাঠে নামবে স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ তিন দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে।
এইচজেএস