খারাপ করলেও প্রস্তুতির ঘাটতির কথা বলবেন না তামিম

আনুষ্ঠানিকভাব অধিনায়কত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ওই সিরিজে পেয়েছিলেন সাফল্যও। দেশের মাটিতে ক্যারিবীয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। অধিনায়ক তামিমের এবারের মিশন দেশের বাইরে, নিউজিল্যান্ডে।
বিদেশ সফর মানেই বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রায় সবসময়ই থাকে প্রশ্ন। এবার নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশকে থাকতে হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনেও। তবুও নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তামিম ইকবাল, নিউজিল্যান্ড সফরে খারাপ খেললেও প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করবেন না বলে জানিয়ে রেখেছেন ওয়ানডে অধিনায়ক।
বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘গত ৬-৭দিন আমরা নিজেদেরকে যেভাবে প্রস্তুত করেছি, আমরা চেষ্টা করছি যে আমরা সবকিছু যেন ব্যবহার করতে পারি। এতটুক বলতে পারি যে আমরা প্রথম ম্যাচের আগে পুরোপুরিভাবে প্রস্তুত। হয়তোবা আমাদের মুখ শুনবেন না যে (এমনকি এই সিরিজ ভালো হোক কিংবা খারাপ হোক) প্রস্তুতির ঘাটতি ছিল। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যে প্রস্তুতি নিয়েছি তাতে আমরা সন্তুষ্ট।’
নিউজিল্যান্ডে খেলা হবে পেস সহায়ক কন্ডিশনে। বাংলাদেশ দলেও পেসারের সংখ্যা অনেক। আগের যেকোনো সিরিজের চেয়ে এবারের সফরের শক্তিশালী পেস বোলিং ইউনিট নিয়ে গেছেন বলে মনে করেন তামিম। আর এটাই আশা দেখাচ্ছে ওয়ানডে অধিনায়ককে।
তিনি বলেন, ‘দেখেন সত্যি কথা আমাদের এবার যেটা হলো যে, আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তোবা আগে যতবার এসেছি তার চেয়ে ভালো অবস্থায় আছে। ভালো অবস্থায় আছে অবশ্যই ভালো করাও লাগবে কিন্তু এতটুকু বলতে পারি যে এখন যে গ্রুপটা আছে পেস বোলারদের। তারা খুবই ভালো।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় বিদেশ সফরগুলোতে নিজের প্রতি বিশ্বাস। আমার কাছে মনে হয় যে দলে বিশ্বাস আছে তারা কিছু করতে চায়। তো ওইটাই আমি আশা করছি যে আমরা প্রথম ম্যাচ থেকেই যে লক্ষ্য আমাদের ভালো করার সেটা যেন আমরা পূরণ করতে পারি।’
এমএইচ