নতুন কিছুর স্বপ্ন দেখালেন তামিম

পাঁচবার দ্বিপাক্ষিক সিরিজ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের এক ম্যাচ। সব মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ২৬ বার তাদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। প্রতিটি ম্যাচেই হারতে হয়েছে টাইগারদের। এখনো জয়ের মুখ দেখা হয়নি। এবার হারের ধারা থেকে বের হয়ে আসতে চায় সফরকারীরা। দেশ ছাড়ার আগে তেমনই বার্তা দিয়ে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ শুক্রবার একই কথা শোনালেন টাইগার দলপতি।
শনিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘নিউজিল্যান্ডে আমাদের ভালো রেকর্ড নেই। এবার এটি পরিবর্তন করার বড় সুযোগ আমাদের জন্য। আমাদের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে। তাদের নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে পেস বোলিং আক্রমণ নিয়ে। আশা করছি, আমরা একটা ভালো শুরু করতে পারব। আগের চেয়ে আমাদের পেস বোলিং আক্রমণ এবার ভালো।’
৩ ম্যাচের ওয়ানডে ও সমান ৩টি টি-টোয়েন্টি খেলার জন্য গত ২৩ ফেব্রুয়ারি দেখ ছেড়েছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনের পর ৫ দিনের অনুশীলন ক্যাম্প করেছে সফরকারীরা। মূল মঞ্চে নামারে আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না তামিম। নিউজিল্যান্ডের আবহাওয়া আর উইকেট বিবেচনায় এবার স্কোয়াডে একাধিক পেসার রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজের দলের পেস আক্রমণ বিভাগ নিয়ে দারুণ আশাবাদী টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
তামিম বলেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো বোলিং বিভাগ। আমি আসলে আমাদের নতুন পেসারদের নিয়ে বেশ আশাবাদী। তারা কঠোর পরিশ্রম করছে। নেটে বলেন, প্রস্তুতি ম্যাচ বলেন, ওরা ভালো বল করেছে। আমি খুব আশাবাদী, ওরা ভালো করবে।’
টিআইএস/এটি