বাদল রায়ের স্মৃতিচারণ সভায় কাদের

সাবেক জাতীয় তারকা ফুটবলার ও বিশিষ্ট সংগঠক বাদল রায় মারা গেছেন গত ২২ নভেম্বর। দেশের ক্রীড়াঙ্গন ও রাজনীতি অঙ্গনের পরিচিত মুখ ছিলেন বাদল রায়। প্রয়াত এই ফুটবল ব্যক্তিত্বের স্মৃতিচারণ সভা হবে শনিবার সকালে, শেখ রাসেল রোলার স্কেটিং ফেডারেশনে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে কাজ করছেন বাদল রায়ের ঘনিষ্ঠ বন্ধু সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার।
তিনি বলেন, ‘বাদল আমার জীবনের অন্যতম সেরা বন্ধু। শুধু আমার নয়, দেশের ক্রীড়াঙ্গন ও রাজনীতি অঙ্গনের খুবই প্রিয় একজন মানুষ বাদল। করোনার কারণে প্রস্তুতি ও পরিকল্পনায় কিছুটা দেরি হলো। এরপরও আমরা স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্টান আয়োজন করছি।’
বাদলের স্মৃতিচারণ করবেন তার পরিবার-আত্মীয়-স্বজন, জন্মস্থান কুমিল্লার দাউদকান্দির জনগণ, প্রিয় ক্লাব মোহামেডানের সতীর্থ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাবৃন্দরা। বাদলের স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রবীণ ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু।
আয়োজকরা রোলার স্কেটিং গ্রাউন্ড বেছে নেয়ায় রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান বেশ কৃতজ্ঞ,‘বাদল দা অনেক বড় মাপের সংগঠক। তার স্মৃতিচারণ অনুষ্ঠান আমাদের ফেডারেশনের ভেন্যুতে হওয়ায় আমরা কৃতজ্ঞ।’
এজেড/এটি/এমএইচ