শাহরুখের উপস্থিতিতে শুরুতেই ব্যাকফুটে কলকাতা

প্রতিবারই তারকায় ঠাসা দল নিয়ে মাঠে নামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি আসরের ফাইনাল খেললেও দলটি এখন পর্যন্ত সর্বোচ্চ সফলতা পায়নি। এবারের ১৬তম আসর তারা দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে লড়াই করলেও বৃষ্টি আইনে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লিটন দাসের কলকাতা নাইট রাইডার্স।
আজ (৬ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনে তারা মুখোমুখি হয়েছে বেঙ্গালুরুর। ঘরের মাঠে আসরের প্রথম ম্যাচটি দেখতে এসেছেন দলটির কর্ণধার ও বলিউড সুপারস্টার শাহরুখ খান।
শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৬ রান। পরপর দুই বলে দুই ব্যাটারকে বোল্ড করে ফিরিয়েছেন ইংলিশ পেসার ড্যাভিড উইলি। ৩.৩ ওভারে ৮ গড়ে রান পেলেও এজন্য ব্যাটারদের চেয়ে বেঙ্গালুরু বোলারদের অবদানই বেশি। অতিরিক্ত রান দিয়ে তাদের কাজ সহজ করে দিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2023
ম্যাচে টস হেরে প্রথম ব্যাটিং করছে কলকাতা। আগের ম্যাচে ওপেনিং করা মনদীপ সিংয়ের পরিবর্তে বেঙ্গালুরুর বিপক্ষে কেকেআর ভেঙ্কটেশ আয়ার ও আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে দিয়ে শুরু করেছে। এই ম্যাচ দিয়ে সুনীল নারাইন আইপিএলের ১৫০তম ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছে গেছেন।
এদিকে, ম্যাচের প্রথম তিন ওভারে কলকাতার ব্যাটারদের চেপে ধরেছে বেঙ্গালুরু। উইলিদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিষ্প্রভ গুরবাজরা। এরই মধ্যে ম্যাচের তৃতীয় ওভারে পরপর দুই বলে ফিরেছেন ওপেনার আয়ার ও মনদীপ। যার ফলে ঘরের মাঠে বেশ চাপের মুখে রয়েছে কলকাতা।
এএইচএস